সৌগত মন্ডল
রামপুরহাট-বীরভূম
বিশ্বভারতীর অস্বাভাবিক ভর্তি ফি বৃদ্ধির দাবিতে আন্দোলন এখনও অব্যাহত। গতকাল বিকেলে ৩ টে থেকে লিপিকা প্রেক্ষাগৃহে উপাচার্য, কর্মীমণ্ডলী, অধ্যাপক মন্ডলী এবং ভর্তি প্রক্রিয়া র সঙ্গে যুক্ত কর্মীদের নিয়ে এবং আন্দোলনকারীদের মধ্যে থেকে ৮০ জন ছাত্র-ছাত্রী দের বৈঠকে বসেন। আন্দোলনকারীদের দাবি ভর্তি ফি কমাতে হবে। শেষ খবর পাওয়া মাত্র সারারাত উপাচার্য কে আটকে রাখেন আন্দোলনকারীরা। গান গেয়ে প্রতিবাদ করতে থাকেন আন্দোলনকারীরা। চলে ধিক্কার মিছিল।প্রায় ৫ ঘণ্টা বৈঠকের পর কতৃপক্ষ সিধান্তে আসেন যে ফি ২০% বৃদ্ধি করা হবে, কিন্তু এই সিধান্ত মানতে নারাজ আন্দোলনকারীরা।
তাদের অভিযোগ উপাচার্য মহাশয়ের নেতৃতে আন্দোলনকারীদের উপর আক্রমন করা হয় আজ সকালের দিকে, চলে নিরাপত্তারক্ষী দের সঙ্গে ধস্তা-ধস্তি এতে আহত বেশ কয়েকজন আন্দোলনকারী।
তাদের দাবি না মানা হলে তারা আর বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবে এমনটাই জানিয়েছেন আন্দোলনকারী ছাত্রদের মধ্যে সোমনাথ সউ। এই আন্দোলনের জেরে বাতিল করা হয়েছে ২২/৫/২০১৯ তারিখের একটি পরীক্ষা।
অন্যদিকে উপাচার্য মহাশয় জানিয়েছেন তিনি আপাতত তাদের কতৃপক্ষের সিধান্তে অনড়। ছাত্রছাত্রী দের শুভবুদ্ধির উপরেই আস্থা রাখছেন।
তবে শর্ত সাপেক্ষে আন্দোলনকারীদের দাবী মানল কতৃপক্ষ। ২৪ ঘন্টা পরে মুক্তি দেওয়া হলো উপাচার্য কে।