সাবধান! মদ খেয়ে গাড়ি চালালেই এবার আরোও কড়া ব্যবস্থা, পুলিশের নয়া নিয়মে ফাঁপড়ে পড়বেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রাত্রিবেলা সাধারণত পথ দুর্ঘটনায় বেশি লক্ষ্য করা যায়। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। দুর্ঘটনা কমাতে কলকাতা ট্রাফিক পুলিশ (Traffic Police) এবার বদল আনতে চলেছে ট্রাফিক নিয়মে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে মদ্যপ (Drunk) অবস্থায় গাড়ি চালাতে গিয়ে কেউ ধরা পড়লে তার ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু হবে ২৪ ঘন্টার মধ্যেই।

শুধু মদ্যপ অবস্থায় গাড়ি চালানোই নয়, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলেও ট্রাফিক পুলিশ এবার থেকে লাইসেন্স সাসপেন্ড করতে পারবে। কলকাতা ট্রাফিক পুলিশকে পরিবহন দপ্তর সাহায্য করবে লাইসেন্স সাসপেন্ড করার ক্ষেত্রে। সম্প্রতি বেহালার মতো বেশ কয়েকটি জায়গা চিহ্নিত হয়েছে যেখানে ট্রাফিক পুলিশের আবেদনের ভিত্তিতে লাইসেন্স সাসপেন্ড করার প্রক্রিয়া সাত দিনের মধ্যে শুরু হয়ে যাবে।

লালবাজার ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে এসওপি ঠিক করেছে সেই অনুযায়ী কলকাতা ট্রাফিক পুলিশ ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করে দ্রুত পাঠিয়ে দেবে স্থানীয় আরটিওতে। আরটিও ওই ব্যক্তির লাইসেন্স সাসপেন্ড করবে। প্রসঙ্গত এর আগে লাইসেন্স সাসপেন্ড করার ক্ষমতা ছিল পুলিশের হাতে। কিন্তু নয়া নিয়ম অনুযায়ী এখন থেকে শুধুমাত্র পরিবহন দপ্তর লাইসেন্স সাসপেন্ড করতে পারবে।

Traffic Police Challan

লাইসেন্স সাসপেন্ড করার পিছনে মূল উদ্দেশ্য হল দুর্ঘটনা থেকে প্রাণ রক্ষা করা। কলকাতা ট্রাফিক পুলিশের এক আধিকারিক এই বিষয়ে বলেছেন, মদ্যপান করে যখন কোনও ব্যক্তি গাড়ি চালান তখন তার লাইসেন্স স্থগিতাদেশের সর্বনিম্ন সময় তিন মাস ও সর্বোচ্চ সময় এক বছর। এমন অবস্থায় আরটিওর কাছে আবেদন জানানো হবে যাতে মদ্যপ ব্যক্তির লাইসেন্স সর্বোচ্চ সময়কালের জন্য সাসপেন্ড করা হয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X