বাংলা হান্ট ডেস্ক ঃ চলতি সপ্তাহ তেই বৃষ্টির জলে ভেসেছে কলকাতা। চারিদিকে থৈ থৈ জল এখনো পুরোপুরি ভাবে কমেনি। এর মধ্যেই ফের ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করলো আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপ ঝাড়খন্ডে চলে গেলেও অভিমুখ বদল করছে বলে জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমান বাড়বে উত্তরবঙ্গে ।
এর ফলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা হাওয়া অফিসের। এছাড়া উত্তরাখান্ড, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশের রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।