চোখে চোখ রেখে কথা বলেছিলেন মমতার, মাড়গ্রামে জোড়া খুনের পর বদলি হলেন সেই IPS নগেন্দ্র

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নবান্ন এবার বদলির সিদ্ধান্ত নিল বীরভূমের (Birbhum) পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠিকে। সুন্দরবন পুলিশ জেলার এসপি আইপিএস ভাস্কর মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হল তার জায়গায়। অপরদিকে, অফিসের অন স্পেশাল ডিউটি ডিআইজির পদমর্যাদায় থাকছেন নগেন্দ্র ত্রিপাঠী। পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলায় স্থানান্তরিত করা হয়েছে আইপিএস কোটেশ্বর রাও লালাবতকে।

বিগত বেশ কিছুদিন ধরে অশান্তির খবর সামনে আসছিল বীরভূমের বিভিন্ন জায়গা থেকে। এরই মধ্যে গোটা জেলা উত্তাল হয়ে যায় মাড়গ্রামে বিস্ফোরণের ঘটনায়। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে সরানোর। তার বদলে দায়িত্ব দেওয়া হয়েছে ভাস্কর মুখোপাধ্যায়কে। সুন্দরবনের আগে ভাস্কর মুখোপাধ্যায় কর্মরত ছিলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার পদে।

স্থানীয় পঞ্চায়েত প্রধানের ভাই লালটুর মৃত্যু হয় বীরভূমের মাড়গ্রামে মোটরসাইকেলে বোমা বিস্ফোরণে। ফিরহাদ হাকিম তাকে দেখতে রবিবার হাসপাতালেও যান। হাসপাতাল থেকে ফিরহাদ হাকিমের বেরিয়ে আসার পরই মৃত্যু হয় লাল্টুর। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু ও তার এক বন্ধু শনিবার মোটরসাইকেল করে যাচ্ছিলেন মাড়গ্রাম হাসপাতালে।

সেই সময় ঘটে বিস্ফোরণের ঘটনা। এরপর তাকে ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। এই ঘটনার পর তীব্র আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। ব্যবস্থা করা হয় পুলিশি নিরাপত্তার। এই ঘটনার পরেই নড়েচড়ে বসে নবান্ন। যদিও প্রশাসন সূত্রে খবর, এই বদলি হয়েছে রুটিন মেনে। নগেন্দ্রনাথ ত্রিপাঠী ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে বীরভূমের পুলিশ সুপার পদে দায়িত্ব নেন।

Birbhum sp

নগেন্দ্রনাথ ত্রিপাঠী আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন গত বিধানসভা নির্বাচনের সময়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বয়ালের ৭ নম্বর বুথের অবস্থা নিয়ে প্রশ্ন করলে এই আইপিএস চোখে চোখ রেখে জানিয়েছিলেন, তিনি নিশ্চিত করছেন যে আর কোন অশান্তি হতে দেবেন না। দাগ নেবেন না খাঁকি উর্দিতে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X