বাংলা হান্ট ডেস্কঃ পান কিংবা গুটখার পিক ফেলে শহরের রাস্তা অপরিষ্কার করার বিষয়টি একেবারেই নতুন নয়। এমনকি বিভিন্ন সরকারি অফিসের দেওয়ালেও এই ছাপ দেওয়া যায়। সেই সঙ্গেই যেখানে সেখানে প্রস্রাব করার নজিরও চোখে পড়ে। এবার এই নিয়েই কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। সম্প্রতি একথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) নিজে।
মমতার নির্দেশের পরেই ‘অ্যাকশনে’ পুরসভা (Kolkata Municipal Corporation)!
গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে যত্রতত্র গুটখার পিক ফেলা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্পষ্ট জানান, এমনটা করা হলে এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে। সেই সঙ্গেই বলেন, এই বিষয়ে লাগাম টানতে আরও কঠোর আইন আনা যায় কিনা এবং জরিমানার টাকা বৃদ্ধি সম্ভব কিনা সেটা পর্যালোচনা করে দেখতে হবে। এরপরেই এই নিয়ে বার্তা দেন মেয়র ফিরহাদ।
শুক্রবার ‘টক টু মেয়র’ কর্মসূচির পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র। সেখানে তিনি বলেন, ‘আমরা একটা আইন আনার চেষ্টা করছি। মানুষ যেখানে সেখানে পানের পিক ফেলে দিচ্ছে, প্রস্রাব করছে। আগেই আইন ছিল, আমাদের সেটা কার্যকর করতে হবে’।
আরও পড়ুনঃ পিএম কিষাণ নিয়ে বড় খবর! অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী
একইসঙ্গে ফিরহাদ জানান, কেউ গাড়ি থেকে পানের পিক ফেললেও সেই গাড়িকে জরিমানা করা হবে। এর জন্যেও আইন আনতে হবে বলে জানান কলকাতার মেয়র। সাম্প্রতিক অতীতে এই নিয়ে কড়া পদক্ষেপের পথে হেঁটেছে পুনে, মুম্বই, তেলেঙ্গানা। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও এই নিয়ে কড়া বার্তা দেন। এবার আইন কার্যকর করতে উঠেপড়ে লেগেছে কলকাতা পুরসভা (KMC)। মেয়র ফিরহাদই সেকথা স্পষ্ট করে দিলেন।
উল্লেখ্য, এই বিষয়ে রাশ টানতে ২০০১ সালেই ‘দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোহিবিশন অফ স্মোকিং অ্যান্ড স্পিটিং অ্যান্ড প্রোটেকশন অফ হেলথ অফ নন স্মোকারস অ্যান্ড মাইনর অ্যাক্ট’ প্রণয়ন করা হয়েছিল। সেই আইন অনুযায়ী, প্রথমবার যদি কেউ প্রকাশ্যে থুতু অথবা গুটখার পিক ফেলেন তাহলে তাঁকে ১০০০ টাকা জরিমানা করা হবে। দ্বিতীয়বার পুনরাবৃত্তি হলে সেই জরিমানার অঙ্ক ২০০০-৫০০০ টাকা অবধি হতে পারে।
এই আইন থাকলেও এত বছরে সাধারণ মানুষের টনক নড়েনি। তবে এবার কড়াকড়ি পথে হাঁটতে চলেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। এরপর শহরের যত্রতত্র পান বা গুটখার পিক ফেলা, প্রস্রাব করা বন্ধ হয় কিনা সেটাই দেখার।