মাওবাদী কার্যাকলাপের যুক্ত, নদিয়া থেকে গ্রেপ্তার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী

বাংলাহান্ট ডেস্ক : নদীয়ার হরিণঘাটা থেকে এক তরুণীকে গ্রেপ্তার করল পুলিশ। মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ওই ছাত্রীর বিরুদ্ধে।

সূত্রের খবর, অভিযুক্ত তরুণীর নাম জয়িতা দাস। মঙ্গলবার নদিয়ার হরিণঘাটা থেকে তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ হরিণঘাটার জাগুলিয়া মোড়ে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী। সেই সময়েই তাঁকে আটক করে জাগুলিয়া থানার পুলিশ। এরপর সন্ধ্যে নাগাদ তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা।

ইতিমধ্যেই পুলিশের তরফে জেরা করা হয়েছে ধৃত ওই তরুণীকে৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্যও উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। জয়িতা মাওবাদী দলের রাজ্য কমিটির সদস্য ছিলেন বলেও খবর। বুধবারই তাঁকে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। আপাতত ৭ এপ্রিল অবধি অর্থাৎ ৮ দিন তরুনীকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

কীভাবে মাওবাদী কার্যাকলাপে জড়িয়ে পড়লেন ওই তরুণী, আর কে কে রয়েছে এর পিছনে, কীভাবেই বা গোটা কাজ চালাতো তারা, কাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল জয়িতার, কোনও বড় পরিকল্পনা কী করা হচ্ছিল মাওবাদী ওই সংগঠনের তরফে এই সমস্ত প্রশ্নের উত্তরের খোঁজে জেরা চালাচ্ছে পুলিশ। তদন্তকারী আধিকারিকদের দাবি, ধৃত জয়িতাকে জেরা করলেই উঠে আসবে সমস্ত তথ্য। এর পিছনে কোনও বড় মাথা কাজ করছে কি না, জানা যাবে তাও। স্বভাবতই এহেন ঘটনায় তুমুল শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর