বাংলা হান্ট ডেস্ক: স্পেন, পর্ন ক্যাপিটল অফ দ্য ওয়ার্ল্ড ৷ স্পেনেই সবথেকে বেশি পর্ন ছবি তৈরি করা হয় ৷ তাই এই দেশে পর্ন ছবি নিয়ে মানুষের ধারণা খুব স্বাভাবিক ৷ এমনকী,এই দেশে যদি ভালো পর্ন ছবি তৈরি হয় তাহলে, সেই ছবির কলাকুশলীদের পুরস্কৃত পর্যন্ত করা হয় ৷
তবে সম্প্রতি ঘটে একটা ঘটনা। এক বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর অনুযায়ী, বিবিসি থেকে ব্রিটেনের ৫ জন পড়ুয়াকে পাঠানো হয়েছিল স্পেনের একটি পর্ন ছবির শ্যুটিং কীভাবে হয়,কিভাবে এই সকল পর্ন ছবি তৈরি হয় তা নিয়েই একটি তথ্যচিত্র তৈরির জন্য ৷কিন্তু গোটা তথ্যচিত্র শ্যুট করতে গিয়েই পড়ুয়ারা সংবাদমাধ্যমকে যা জানিয়েছে যে, তা রীতিমত অবাক করার মতন।
একটি পর্ণ ছবির চরিত্রে রাশিয়ান মেয়ের অভিনয় করার কথা। চোখের সামনে সেই রাশিয়ান মেয়েটিকে কিছুক্ষণ থমকে বসে থাকতে দেখে তারা ৷ এরপর তারা এগিয়ে যায় মেয়েটির দিকে ৷ দেখে যে সেই মেয়েটির চোখে জল৷ তার কাছে তার কারণ জানতে চাওয়া হলে উত্তরে সেই মেয়েটি বলে , সে এখনই জানতে পেরেছে যে, তাঁকে ২০ জন পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে হবে !এটা শুনে ছাত্রী নীলম নিজেকে আটকাতে পারে না ৷ হাউ হাউ করে কাঁদতে শুরু করে দেয় ৷ নীলমের কথায়, ‘আমি আর কোনোদিন পর্ন ছবি দেখব না !’
পর্ণ ছবির শুটিং এর পেছনে থাকা এই কঠিন সত্য টা দেখতে পায়না কেউই। তবে সামনা সামনি এই পরিস্থিতি দেখে একরকম বিষন্নতা গ্রাস করে নিলাম কে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার