রেললাইনের পাশ থেকে উদ্ধার ছাত্রের মৃতদেহ,মৃত্যু ঘিরে ধোঁয়াশা

Published On:

সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ বিশ্বভারতী কলাভবনের প্রথম বর্ষের পেন্টিং বিভাগের ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বোলপুর নায়েকপাড়াতে। মৃত ছাত্রের নাম দীপ নায়েক (১৮)।

সূত্রের খবর,বোলপুর স্টেশন থেকে কিছুটা অদূরেই রজতপুর গ্রামের কাছে রেল লাইনের পাশ থেকে এই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে জিআরপি। পাশাপাশি তাঁর সাইকেলটাও উদ্ধার করা হয়। জিআরপি মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।

পরিবারের সদস্যরা বলেন,“আমাদের দীপ পড়াশোনাতে খুব ভালো ছিল। ও চলতি বছরেই বিশ্বভারতীতে ভর্তি হয়েছিল। ও আত্মহত্যা করতেই পারে না। ওকে কেউ উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে খুন করে রেল লাইনে ফেলে দিয়ে এসেছে। অভিযুক্তদের চরম শাস্তি চাই আমরা।”

মৃতার কাকা বিশ্বজ্যিৎ নায়েক বলেন, “বোলপুর থানায় আমরা খুনের লিখিত অভিযোগ দায়ের করে এসেছি।”

আত্মহত্যা! নাকি এর পিছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র? তদন্তে পুলিশ।

সম্পর্কিত খবর

X