পাকিস্তানের অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা হাতে মঞ্চে উঠল ছাত্র, চলল ‘বন্দেমাতরম’ গানও! তারপর …

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানে (Pakistan) উড়লো ভারতের জাতীয় পতাকা (Indian National Flag)! তাও আবার ভরা মঞ্চে? অবাক লাগলেও এটাই বাস্তব। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মুলতানের (Multan) শহিদা ইসলাম কলেজের এক অনুষ্ঠান চলছিল। তার মধ্যেই ভারতের জাতীয় পতাকা নিয়ে মঞ্চে উপস্থিত হয় এক পড়ুয়া। হাতে তেরঙ্গা। পিছনে গান হচ্ছে ‘বন্দেমাতরম’। যদিও কিছুক্ষণের মধ্যেই ওই ছাত্রকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছে দু’দেশেই।

কী হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডওটি পাকিস্তানের মুলতানের শাহিদা ইসলাম কলেজে একটি অনুষ্ঠানের ভিডিও। জানা যাচ্ছে, অনুষ্ঠানটির নাম ‘মডেল ইউএন কম্পিটিশন’। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীকে যেকোনও একটি দেশের থিম বাছতে হয়। ওই ছাত্র ভারতকে বেছে নেয়। তারপরই তেরঙ্গা হাতে সোজা মঞ্চে। পিছনে আবার চলছে ‘বন্দেমাতরম’ গান। সেই গানের তালে তেরঙ্গা ওড়াতেও দেখা যায় ওই ছাত্রকে। কিন্তু একটু পরেই টনক নড়ে পাকিস্তানের কর্মকর্তাদের। মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় সেই ছাত্রকে। এই বেশ শোরগোল পড়ে যায় অনুষ্ঠানটিতে।

তবে ওই ছাত্রকে নামিয়ে দেওয়া পরই বেশ কিছু ছাত্রী মঞ্চে ওঠেন ভারতের থিমে সেজে। তখন ভারতের হিন্দি সিনেমার বেশ কিছু জনপ্রিয় গানে পারফর্ম করতে দেখা যায় তাঁদের।

পাকিস্তানের সাংবাদিক গুলাম আব্বাস নিজের ট্যুইটার হ্যান্ডল থেকে এও ভিডওটি শেয়ার করেন। তিনি লেখেন, ‘ মুলতানের কলেজে তেরঙ্গা ওড়ানো হলো এবং বন্দেমাতরম গাওয়া হলো।’ তিনি ভিডিও-এর সঙ্গে আরও লেখেন, ‘শাহিদা ইসলাম কলেজে পতাকা ওড়ানো এবং বন্দেমাতরম গান সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হলো। এটি একটি রাষ্ট্রসংঘের অনুষ্ঠান ছিলো। ওই ছাত্র ভারতকে নিজের থিম দেশ হিসাবে তুলে এনেছে। কিন্তু তাঁকে মঞ্চ থেকেই নামিয়ে দেওয়া হয়। ওই ঘটনার পরে ঝামেলার আশঙ্কায় যে যে ছাত্র ভারতকে থিম হিসাবে বেছে নিয়েছে তাদের সবাইকেই মঞ্চে উঠতে বাধা দেওয়া হয়।’

অন্যদিকে, ভারতে ১৫ই আগস্ট সাড়ম্বরে পালিত হতে চলেছে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ‘আজাদী কা অমৃত মহৎসব।’ প্রধানমন্ত্রীর ঢাকে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচীতে অভূতপূর্ব উন্মাদনা গোটা দেশ জুড়েই। চলতি বছরের স্বাধীনতা দিবস উদযাপন এক ইতিহাস সৃষ্টি করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর