ক্যুইজ জেতার পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে চন্দ্রযানের অবতরন দেখার সুযোগ ছাত্রীর

সত্যিই সৌভাগ্য বোধ হয় একেই বলে। যদিও সৌভাগ্যর সঙ্গে প্রতিভা ও দক্ষতা, বুদ্ধিমত্তারও যথেষ্ট প্রয়োজন। তাই তো মাত্র নবম শ্রেনীর পড়ুয়া সুযোগ পাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করার ও একসঙ্গে বসে চন্দ্রযান দেখার। ক্যুইজ প্রতিযোগিতার পুরস্কার হিসেবেই সেই সুযোগ পাচ্ছেন ছত্তিশগড়ের মহাসমুদ্র জেলার বেলসন্ধ্যার বাসিন্দা নবম শ্রেনীর ছাত্রী শ্রীজল চন্দ্রকার। যদিও সে ছাড়াও আরও ষাটজন পড়ুয়া চন্দ্রযান টু এর অবতারন মোদীর সঙ্গে বসে দেখার সুযোগ পেয়েছেন।

ইসরোর তরফ থেকে ছত্তিশগড়ে প্রধানমন্ত্রীর সঙ্গে চন্দ্রযানের অবতরন দেখার জন্য একটি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আর সেই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছিলেন সারা দেশ থেকে হাজার হাজার পড়ুয়া। আর তাঁদের মধ্য থেকেই ষাট জন ক্যুইজে জিতে এই সুযোগ ছিনিয়ে নিয়েছেন। 10-20 আগষ্ট 20টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এই সুযোগ পেয়েছেন দেশের ষাট জন ছাত্রছাত্রী। আর তাই আগামী 7 সেপ্টেম্হর তারিখে বেঙ্গালুরুর ইসরোর হেড অফিসে বসে ওই পড়ুয়ারা মোদীজির সঙ্গে বসে চাক্ষুষ চন্দ্রযানের অবতরন দেখবে।

Chandrayaan 2

এই অভাবনীয় সুযোগ পেয়ে যথেষ্টই খুশি ওই কিশোরী। এই সুযোগ পাওয়ার জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবককে কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে সেই মুহুর্তের জন্য শ্রীজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান। মেয়ের সাফল্যে খুশি তাঁর বাবা মাও। মেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে চন্দ্রযানের সাফল্য দেখবে এটা ভেবে তাঁরা সম্মানিত বোধ করছেন বলেও জানিয়েছেন শ্রীজলের বাবা যোগেশ কুমার চন্দ্রকার। এই প্রথম তাঁদের পরিবারের কোনো সদস্য এমন এক দারুন সুযোগ পেয়েছেন তাতে আপ্লুত পরিবারের সদস্যরাও। ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের লোকজন ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

 

 


সম্পর্কিত খবর