বাংলাহান্ট ডেস্ক : আবারও উত্তাল পরিস্থিতি বাংলাদেশে (Bangladesh)। অতীতের ঘটনার পুনরাবৃত্তি করে ফের পথে নামল পড়ুয়ারা। সূত্রের খবর, পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনে তিন দফা দাবি সহ বিক্ষোভ আন্দোলনে নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বুধবার থেকেই শুরু হয় আন্দোলন। বৃহস্পতিবার দুপুর পর্যন্তও শতাধিক পড়ুয়া যোগ দিয়েছিলেন আন্দোলনে। গত বছর জুলাই মাসের ছবিটা মনে করেই ফের প্রমাদ গুনছে অন্তর্বর্তী সরকার?
বাংলাদেশে (Bangladesh) ফের ইউনূস বিরোধী ছাত্র আন্দোলন
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকা থেকে মিছিল শুরু হয়ে সরাসরি প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বাসভবনের দিকে অগ্রসর হয় পড়ুয়ারা। মিনিট খানেকের মধ্যেই তাদের পথ আটকায় বাংলাদেশ (Bangladesh) পুলিশ। লাঠিচার্জ, কাঁদানে গ্যাসে মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। তার মধ্যেই আহত হয় জনা পঞ্চাশেক পড়ুয়া। কিন্তু বিক্ষোভ থামার বদলে আরো বেড়েছে।
কী কী দাবি পড়ুয়াদের: রাতভর বিক্ষোভ আন্দোলন চলার পর ঢাকার (Bangladesh) কাকরাইল মোড়ে অবস্থান করেন পড়ুয়ারা। বিক্ষোভ অবস্থানের জেরে যানজট তৈরি হয়ে বিপাকে পড়েন সাধারণ মানুষও। কিন্তু কী কারণে এই বিক্ষোভ পড়ুয়াদের? জানা গিয়েছে, মূলত তিন দফা দাবি নিয়ে পথে নেমেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কী কী দাবি?
আরো পড়ুন : ইতিহাস সাক্ষী, বারবার সাহায্য নিয়েও ভুলেছে তুরস্ক, ‘অকৃতজ্ঞ’ দেশকে নিয়ে এবার বড় পদক্ষেপের ডাক
নতুন করে অশান্ত বাংলাদেশ: প্রথমত, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হস্টেল ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ পড়ুয়াদের আবাসন বৃত্তি বা বাইরের কোনো হস্টেলে থাকার জন্য নূন্যতম সহায়তা খরচ দিতে হবে। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়ের (Bangladesh) পূর্ণাঙ্গ বাজেটকে কাটছাঁট না করেই দিতে হবে অনুমোদন। আর তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির আওতায় একনেক সভায় অনুমোদন করে তা অগ্রাধিকার প্রকল্পের আওতায় নিয়ে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
আরো পড়ুন : বিচারপতিদের সামনেই বিয়ের প্রস্তাব ‘নির্যাতিতাকে’, বেনজির ঘটনায় ধর্ষণের সাজা স্থগিত যুবকের!
এই তিন দাবি নিয়েই বিক্ষোভ মিছিল করে পড়ুয়ারা। তাতে যোগ দেন বাংলাদেশে পালাবদলের অন্যতম দুই কাণ্ডারী জুলাই ঐক্য সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। অথচ ওয়াকিবহাল মহলের প্রশ্ন, পড়ুয়াদের দাবি বিশেষ কিছু না হলেও তা মানতে আপত্তি উঠছে কেন? যদিও বুধবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে যান ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম। কিন্তু আন্দোলনকারীদের ক্ষোভের মুখে পড়ে ফিরে আসেন তিনি। বৃহস্পতিবার রাতে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও।