পরিবেশ বাঁচাতে রাস্তায় পড়ুয়ার

নিজস্ব সংবাদদাতা,নদিয়াঃ জল অপচয় বন্ধ, মশা বাহিত রোগ,প্লাস্টিক বর্জন যত্রতত্র নোংড়া আবর্জনা ফেলা এইসব বার্তা নিয়ে স্কুল পড়ুয়াদের নিয়ে পথে নামল রানাঘাট আনুলিয়া হাই স্কুল।

এদিন রাজ্যের অন্যন্য জায়গার পাশাপাশি আনুলিয়া স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের হাতে প্ল্যাকার্ড নিয়ে ওই অঞ্চলের রাস্তায় র‍্যালী করতে দেখা জায়।

PSX 20190711 203831মুলত এলাকার সাধারন মানুষজনকে সচেতন করতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে ওই স্কুলের প্রধান শিক্ষক রাজীব নিয়োগী জানিয়েছেন।

সম্পর্কিত খবর