ভয় দেখিয়ে পড়ুয়াদের দিয়ে পরিষ্কার করানো হচ্ছে শৌচাগার! যোগী রাজ্যে স্কুলের কাণ্ডে ছিঃ ছিঃ রব

বাংলাহান্ট ডেস্ক : ফের শিরোনামে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। বারংবার এই রাজ্য থেকে বিভিন্ন সরকারি স্তরে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বারবার যোগী রাজ্যে স্কুল ছাত্রদের দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগ উঠেছে অতীতে। এবার তেমনই একটি অভিযোগের ভিডিও ভাইরাল হলো নেট দুনিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের একটি স্কুলে শৌচাগার পরিষ্কার করানো হচ্ছে ছাত্রদের দিয়ে। প্রাথমিক স্কুলের ওই ছাত্রদের রীতিমত বকাঝকা করে ওই কাজ করানো হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি ওই ছাত্রদের শৌচাগার পরিষ্কার করার নির্দেশ দিচ্ছেন। এছাড়াও তিনি হুমকি দিচ্ছেন যে ঠিকমত শোচাগার পরিষ্কার করা না হলে ওই বাথরুমে আটকে রাখা হবে ছাত্রদের।

ঘটনাটি উত্তরপ্রদেশের বালিয়ার সোহাভন ব্লকের পিপড়া কালা অঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ের। বালিয়ার বেসিক এডুকেশন অফিসার মনিরাম সিংয়ের নজরে এই ভিডিওটি আসার পর তিনি নড়েচড়ে বসেন। সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।minister Pradhuman Singh Tomar cleaned the school toilet

সূত্রের খবর, এই বিষয়ে তিনি রিপোর্ট তলব করেছেন সোহাভন ব্লকের শিক্ষা আধিকারিকের কাছে।মনিরাম সিংয়ের আশ্বাস রিপোর্ট জমা পড়লে এই বিষয়ে তিনি যথেষ্ট ব্যবস্থা নেবেন। ইতিমধ্যেই সেই ভিডিও দেখে রীতিমতো নিন্দার ঝড় বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। প্রশাসনিক দপ্তর থেকে স্কুল, সব জায়গাতেই রীতিমতো ন্যাক্কারজনক এই ঘটনা সারা দেশের কাছে মাথা নিচু করে দিয়েছে উত্তর প্রদেশের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর