বাংলাহান্ট ডেস্ক :করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সমস্যায় লন্ডনের (london) এর ছাত্রছাত্রীরা(students) করোনা যেন মৃত্যু হয়ে সারা পৃথিবীতে থাবা বসিয়েছে। এবার আমাদের জীবন বাঁচানোর সময়। সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী।
আর চীনের উহানে পরে সারা পৃথিবীতে আমেরিকা, স্পেন, ইটালি, ব্রিটেন সব জায়গায় এখনও করুন পরিস্থিতি। আর এবার লন্ডনে ভাড়া কমাতে বা ভাড়া মুকুব করা হয় সেই জন্য ছাত্ররা তাদের বাড়িওয়ালাদের সাথে আলোচনা বসতে চলেছে। কানাডার এক ২৪বছর বয়সী শিক্ষার্থী বলেছিলেন, “যারা চাকরি হারিয়েছে তাদের জন্যও এবং যারা তাদের পরিবারকে বাঁচাতে স্ব-বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাদের জন্যও তারা লড়াই করছে।
আমরা এমন শিক্ষার্থীদের জন্য লড়াই করছি যারা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছে এবং বাইরে ভাড়া নিয়ে বসবাস করছে। “জানা গেছে বর্তমানে মাত্র 19 শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাস করছেন। কিন্তু তাও এদের মধ্যে অনেকেই এখনও টাকা পয়সার সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। তার মধ্যে আবার বেসরকারী জমিদাররা খাজনা মাফ করতে অস্বীকার করেছেন।
বহিরাগত শিক্ষার্থীদের উপর আরও প্রভাব পড়বে বলে আমরা সবাইকে ছাড় দিতে পারি না বলে জানান আবাসন সমিতি শতাব্দীর একজন মুখপাত্র। এতে অভিভাবকদের মধ্যে অসন্তোষ বাড়ছে তাও কিছু করার নেই। অনেক ছাত্র ছাত্রী এখানে লোন নিয়ে পড়ছেন কিন্তু তাও কিছু করার নেই। তাদের ছাড় দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে।