বাংলা হান্ট ডেস্কঃ আপনারা প্রায়শই স্কুলে ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা মূলক পরিস্থিতির কথা শুনে থাকবেন, যেখানে কোন সময় অভিভাবকদের হস্তক্ষেপ করতে হয় তো কখনো আবার প্রিন্সিপাল দ্বারা সেই সকল পড়ুয়াদের বিদ্যালয় হতে সাসপেন্ডও করা হয়। তবে সম্প্রতি উত্তরপ্রদেশে একটি ঘটনা ভাইরাল হয়ে উঠেছে, যা শুনে হতচকিত হয়ে গেছে সকলে!
ঘটনাটি উত্তরপ্রদেশের আউরাইয়া জেলার নবোদয় বিদ্যালয়ের, যেখানে স্কুল ছাত্রীদের ব্যবহারে ব্যতিব্যস্ত হয়ে শেষ পর্যন্ত প্রিন্সিপালের কাছে চিঠি দিতে বাধ্য হয় ছাত্ররা। চিঠিতে ছাত্রদের দ্বারা এমন কিছু অভিযোগ করা হয়, যে কারণে বর্তমানে সেই চিঠিটি ক্রমশ ভাইরাল হয়ে চলেছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক মানুষ সম্প্রতি শেয়ার করেছে এটি।
কি এমন রয়েছে চিঠিটির বিষয়বস্তুতে?
জানা গিয়েছে, নবোদয় বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র মিলে সম্প্রতি প্রিন্সিপালকে একটি চিঠি লিখে কয়েকজন ছাত্রীর বিরুদ্ধে নালিশ করে। চিঠিতে বলা হয়েছে, “আমরা ক্লাস সেভেনের পড়ুয়া। আমাদের ক্লাসে বেশ কিছু ছাত্রী রয়েছে, যারা একাধিক সময় আমাদের লাল্লা, পাগল ইত্যাদি নামে খেপিয়ে থাকে। এছাড়াও অনেক ছাত্রের নাম নিয়ে তারা তির্যক মন্তব্য করে, যেমন আমিনেশকে ডামার এবং আনমোলকে রসগোল্লা বলে খ্যাপায় তারা। এছাড়া ক্লাস চলাকালীন গান গাওয়া, ডায়লগ বলা সহ গোটা ক্লাসরুমে চিল্লামিল্লি করে চলে তারা।”
চিঠির মাধ্যমে এই সকল অভিযোগ করে সেই সকল অভিযুক্ত ছাত্রীদের তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও প্রিন্সিপালের কাছে অনুরোধ করা হয়। চিঠিটির নিচে কাজল, শিক্ষা, রিনু, জাহ্নবীর মতো কয়েকজন ছাত্রীর নামও উল্লেখ করে অভিযোগকারীরা।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরই উঠে আসে আসল সত্য! বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চিঠিটি আসলে দুই মাস পূর্বের। জানা গিয়েছে, ঘটনাটি সামনে আসার পরই সেই সকল ছাত্রীদের অভিভাবকদের ডেকে সমস্ত কথা জানানো হয় এবং তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত বিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেই দাবি স্কুল কর্তৃপক্ষের।