৫০ টাকা না দিলে মিলবে না সবুজ সাথীর সাইকেল! রায়গঞ্জের স্কুলের কাণ্ডে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য। এবার সামনে আরেক কাহিনী। সবুজ সাথীর সাইকেল (Sabuj Sathi Cycle) নিতে পড়ুয়াদের দিতে হচ্ছে টাকা। সরকারি প্রকল্পে টাকা নেওয়ার তাজ্জব এই ঘটনা ঘিরে ব্যাপক চাপানউতর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ (Raiganj) ব্লকের শীতগ্রাম হাইস্কুলে। কাঠগড়ায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পিউ দাস।

জানা গিয়েছে, এই বিদ্যালয় থেকে পড়ুয়াদের মধ্যে সবুজ সাথীর সাইকেল বিলি করা হচ্ছে। তবে ৫০ টাকা দেওয়া হলে তবেই মিলছে সাইকেল। সেই শর্ত মেনে টাকার বিনিময়ে ইতিমধ্যে বহু সংখ্যক ছাত্র ছাত্রী সাইকেল নিয়েছে। এই নিয়েই অভিযোগ তুলে সরব হয়েছেন অভিভাবকেরা। তাদের অভিযোগ, তারা বেশিরভাগই দিনমজুরের কাজ করে জীবন চালান, সেক্ষেত্রে ৫০ টাকা দেওয়া অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না।

তাদের আরও অভিযোগ, এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়েও কোনোও সুরাহা হয়নি। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রাজ্যজুড়ে স্কুলগুলিতে এই প্রকল্প চালু করেন। বাংলার পাশাপাশি ইতিমধ্যেই সারা দেশে তৃণমূল সুপ্রিমোর স্বপ্নের এই প্রকল্প সমাদৃত। তবে এই সবুজ সাথী প্রকল্পেও টাকা নেওয়ার ঘটনায় উঠছে প্রশ্ন।

sabuj sathi cycle

যদিও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পিউ দাস টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। নিজের যুক্তি দিয়ে তিনি বলেন, সেবাগ্রাম উচ্চ বিদ্যালয় ও প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে সাইকেলগুলি আনার জন্য পূর্বতন পরিচালন কমিটির কথা অনুযায়ী পরিবহন খরচ বাবদ পড়ুয়াদের কাছ থেকে এই টাকা নেওয়া হচ্ছে।

ইতিমধ্যেই গোটা ঘটনার অভিযোগ জানানো হয়েছে রায়গঞ্জ ব্লকের বিডিও শুভজিৎ মণ্ডলকে। এই বিষয়ে তিনি বলেন, কোনও সরকারি প্রকল্পে এইভাবে টাকা নেওয়া যায় না। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি সরেজমিনে তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর