আর পড়ায় মন নেই, তাই গানে গানে শিক্ষিকাকে না পড়ানোর আবেদন পড়ুয়াদের

বাংলাহান্ট ডেস্ক: বলা হয় একটি শিশুর বিকাশের প্রথম ধাপই হল শিক্ষা। আর সেই শিক্ষার প্রধান অঙ্গ হল বিদ্যালয়। স্কুলে একটি শিশু যথাযথ শিক্ষা পায় যা তার আগামী জীবনে উন্নতির পথ প্রশস্ত করে। স্কুলে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, সামাজিক ও চারিত্রিক গঠনও মজবুত করা হয় শিক্ষার্থীর। তাকে মানুষের মতো মানুষ করে তোলা হয়। তাই বলা হয় শিক্ষক শিক্ষিকারাই হলেন মানুষের প্রথম গুরু।

ছোট থেকে একটি শিশুকে যা শেখানো হয় সে তাই শেখে। সেই কথাটা সর্বাগ্রে মাথায় রাখতে হয় শিক্ষক শিক্ষিকাদের। সঠিক শিক্ষার মাধ্যমেই শিশুর যথাযথ বিকাশ সম্ভব। তাই স্কুলের পরিবেশ হতে হয় শিক্ষা বান্ধব। শিক্ষার্থীরা যখন একটু বড় হয় তখন শিক্ষকরা ধীরে ধীরে বন্ধু হয়ে উঠতে থাকেন। সঙ্গে সঙ্গে পথপ্রদর্শক ও দার্শনিকও হয়ে ওঠেন তাঁরা। তাই শিক্ষার্থীর সঠিক মনোবিকাশের জন্য দরকার উপযুক্ত শিক্ষা ও শিক্ষক।

7435f022 76a1 4433 9d2b 0b8406580265

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে স্পষ্ট ভাবে ফুটে উঠেছে শিক্ষক ও শিক্ষার্থীর বন্ধুত্ব। ভিডিওতে দেখা যাচ্ছে, আর না পড়ানোর জন্য ক্লাসভর্তি পড়ুয়ারা জেদ ধরেছেন শিক্ষিকার কাছে। মাঝে মাঝে পড়ায় মন না বসতেই পারে। সেইজন্য গানে গানে কাতর অনুনয় করে শিক্ষিকার কাছে আবেদন জানাচ্ছেন শিক্ষার্থীরা আর যেন না পড়ান তিনি।

https://www.facebook.com/TheConfusedIndianOfficial/videos/612059822967425/

এই ভিডিও আপাতত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শিক্ষিকা ও শিক্ষার্থীর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সবার মন ভাল করে দিয়েছে এই ভিডিও।

Niranjana Nag

সম্পর্কিত খবর