বড় সিদ্ধান্ত! এবার বেসরকারি মেডিক্যাল কলেজেও সরকারি ফি তে পড়তে পারবেন পড়ুয়ারা

বাংলা হান্ট ডেস্ক: ভারতে বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ার ক্ষেত্রে অত্যধিক ফি দেশের সবচেয়ে বড় মৌলিক সমস্যাগুলির মধ্যে গুরুত্বপূর্ণ একটি সমস্যা। আমাদের দেশে এই ফি’র পরিমান এত বেশি যে অধিকাংশ মানুষই তা বহন করতে পারেন না। এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে, জানা যায় যে, ইউক্রেনে মেডিক্যাল পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের সংখ্যা প্রায় ১৮ হাজারের কাছাকাছি।

এত সংখ্যক ভারতীয় পড়ুয়াদের সুদূর বিদেশে পড়তে যাওয়ার পেছনে অন্যতম কারণ হল আমাদের দেশের বেসরকারি কলেজগুলির লাগামছাড়া ফি। যে কারণে ইতিমধ্যেই, ন্যাশনাল মেডিকেল কমিশন (NMC) বেসরকারি কলেজগুলিকে একটি নির্দেশিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে তারা ফি-এর ঊর্ধ্বসীমা কমাতে পারে।

জানা গিয়েছে যে, নতুন নিয়মে অন্তত ৫০ শতাংশ আসনের জন্য বেসরকারি মেডিকেল কলেজের ফি সরকারি কলেজের সমান হবে। মূলত ওই নির্দেশিকা অনুযায়ী, বেসরকারি মেডিক্যাল কলেজে ৫০ শতাংশ আসনের ফি সরকারি মেডিক্যাল কলেজের সমতুল্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন এই নিয়ম লাগু করা হবে বলেও জানা গিয়েছে। এছাড়াও, NMC-র এই নির্দেশিকা বাধ্যতামূলকভাবে প্রতিটি রাজ্যের ফি নির্ধারণ কমিটি দ্বারা প্রয়োগ করা হবে।

NMC গত ৩ ফেব্রুয়ারি বেসরকারি কলেজে সরকারি ফি’র সমতুল্য মেডিক্যাল আসন সংক্রান্ত একটি স্মারকলিপি জারি করেছে। ওই স্মারকলিপিতে বলা হয়েছে যে, বেসরকারি মেডিক্যাল কলেজ এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলিতে ৫০ শতাংশ আসনের জন্য ফি নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি মেডিক্যাল কলেজের সমান হওয়া উচিত।

পাশাপাশি, ওই স্মারকলিপি অনুসারে আরও জানা গিয়েছে যে, এই ফি কাঠামোর সুবিধা এমন প্রার্থীদের জন্য উপলব্ধ করা হবে যারা সরকারি কোটার আসন গ্রহণ করেছেন। তবে ইনস্টিটিউটের মোট অনুমোদিত আসনের ৫০ শতাংশ এর জন্য সীমাবদ্ধ রয়েছে। এছাড়াও, সরকারি কোটার আসন মোট অনুমোদিত আসনের ৫০ শতাংশের কম হলে, অবশিষ্ট প্রার্থীরা সরকারি মেডিক্যাল কলেজে সেই সমতুল্য ফি প্রদানের সুবিধা পাবেন, যা সম্পূর্ণরূপে মেধার ভিত্তিতে তৈরি হবে।

জানা গিয়েছে যে, ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) আইন, ২০১৯-এর ধারা ১০(১)(i)-এর বিধানের অধীনে একটি প্যানেল বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে ৫০ শতাংশ আসনের জন্য ফি এবং অন্যান্য সমস্ত চার্জের জন্য নির্দেশিকা তৈরি করবে। কেন্দ্র আগের MIC-কে বয়কট করে খসড়া ফি-নির্ধারণ নির্দেশিকা প্রস্তুত করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার জন্য পূর্ববর্তী বোর্ড অফ গভর্নরদের অনুরোধ করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৯ এর ২৩ নভেম্বর, BOG-MCI এবং পরে NMC দ্বারা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। ওই বিশেষজ্ঞ প্যানেল এমবিবিএস, স্নাতকোত্তর কোর্স এবং বেসরকারি মেডিক্যাল কলেজের জন্য অন্যান্য চার্জের ফি নির্ধারণ বাবদ মোট ২৬ টি নির্দেশিকা সুপারিশ করে।

গত বছরের ২৫ মে, এই নির্দেশিকাগুলি NMC ওয়েবসাইটে আপলোড করা হয় এবং এর পরিপ্রেক্ষিতে পরামর্শও চাওয়া হয়। যার ভিত্তিতে প্রায় ১,৮০০ টি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল। এদিকে, ২০২১-এর ২১ অক্টোবর NMC দ্বারা গঠিত আরেকটি বিশেষজ্ঞ প্যানেল, এই প্রতিক্রিয়াগুলি পরীক্ষা করে এবং সংশোধিত নির্দেশিকা জমা দেয়। এই প্যানেলের সুপারিশগুলি NMC-র গত বছরের ২৯ ডিসেম্বরের বৈঠকে গৃহীত হয়। এখন বেসরকারি মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফি এবং অন্যান্য চার্জ নির্ধারণে সেই সুপারিশ অনুসরণ করা হবে।

indian students studying mbbs in china
ওই নির্দেশিকা অনুসারে জানা গিয়েছে যে, অতিরিক্ত ব্যয় এবং অতিরিক্ত মুনাফার উপাদানগুলি ফি’তে যোগ করার অনুমতি দেওয়া হবে না। এদিকে, ভবিষ্যতে ইউক্রেনের মতো ঘটনা এড়াতে বর্তমানে এই পদক্ষেপকে মোদী সরকারের একটি বড় পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হচ্ছে। প্রকৃতপক্ষে, ইউক্রেনে, দেশের বহু শিক্ষার্থী মেডিক্যাল পড়তে যায়। পাশাপাশি চিনেও বিপুল সংখ্যক পড়ুয়া পাড়ি দেন MBBS পড়ার জন্য। তবে, ইউক্রেনের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কেন্দ্র দেশে মেডিক্যাল পড়াশোনার সুবিধার দিকে বড় পদক্ষেপ নিচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর