মাধ্যমিক পাশেই মিলবে নবান্ন স্কলারশিপ! পড়ুয়ারা পাবেন ১০ হাজার টাকা, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আমাদের রাজ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, সেই ফলের ভিত্তিতেই পড়ুয়ারা পেতে পারেন একের পর এক স্কলারশিপের সুবিধা। যেগুলি মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের পড়াশোনা করার ক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা এমনই এক স্কলারশিপের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি পরিচিত “নবান্ন স্কলারশিপ” হিসেবে। পাশাপাশি, এটি “উত্তরকন্যা স্কলারশিপ” হিসেবেও সমধিক পরিচিত।

খুব সহজেই নিজেদের ফলাফলের ভিত্তিতে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। সর্বোপরি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতকস্তরের পড়ুয়ারা এই স্কলারশিপের সুবিধা পাবেন। এমতাবস্থায়, নবান্ন স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে বিস্তারিত তথ্য বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল।

কারা পেতে পারেন এই স্কলারশিপ:
এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। পাশাপাশি, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে পেতে হবে ৬০ শতাংশ নম্বর। এছাড়াও, স্নাতকস্তরের যে কোনো শাখায় ৫৫ শতাংশ নম্বর পেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এমন পড়ুয়ারাও নবান্ন স্কলারশিপের সুবিধা পাবেন।

কত টাকা পাওয়া যাবে:
নবান্ন স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর সর্বনিম্ন ১০,০০০ টাকা পাবেন পড়ুয়ারা। যদিও, বিভিন্ন কোর্সের সময়সীমা এবং সেগুলির খরচ অনুযায়ী ও শেষ পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে এই স্কলারশিপে টাকার পরিমান বাড়তে পারে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হল: ১) নবান্ন স্কলারশিপের আবেদনপত্র, ২) Self Declaration Copy, ৩) পরীক্ষার মার্কশিট, ৪) কোনো সরকারি গেজেটেড অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট, ৫) বর্তমান কোর্সে ভর্তির রশিদ, ৬) পাসপোর্ট সাইজের ছবি, ৭) এলাকার বিধায়কের কাছ থেকে প্রাপ্ত শংসাপত্র (MLA Recommendation Certificate)

আবেদনের পদ্ধতি:
নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে www.wbcom.gov.in-এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর আবেদনপত্র পূরণ করে ঐ আবেদনপত্রটির নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট সাইজের ছবিটি বসাতে হবে। তারপর সেটি অফলাইনে জমা দিতে হবে। মূলত, আবেদনকারী নিজে কিংবা তার কোনো অভিভাবক নির্দিষ্ট ঠিকানায় গিয়ে আবেদনপত্রটি জমা করে Received Copy-টি কাছে রাখবেন।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা (নবান্ন):
নবান্নের ক্ষেত্রে আবেদনপত্র জমা দিতে হবে এই ঠিকানায়: Nabanna,14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah, 711102।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা (উত্তরকন্যা):
উত্তরকন্যার ক্ষেত্রে আবেদনপত্র জমা দিতে হবে এই ঠিকানায়: Uttarkanya, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri -734015.

কতদিন পর্যন্ত চলবে আবেদন:
নবান্ন স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হিসেবে এখনও কোনো নির্দিষ্ট দিন উল্লেখ করা হয়নি।

MONEY NEWS

প্রসঙ্গত উল্লেখ্য, মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকস্তরের পড়ুয়াদের ক্ষেত্রে আরও একটি স্কলারশিপের সুবিধা রয়েছে। যেটির নাম হল বিকাশ ভবন স্কলারশিপ কিংবা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। এই স্কলারশিপে ৫ হাজার টাকা পর্যন্ত পাবেন যোগ্য পড়ুয়ারা। পাশাপাশি, এটির আবেদন চলবে ২০২৩-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তবে, মনে রাখতে হবে যে, যাঁরা এই স্কলারশিপে আবেদন করবেন তাঁরা কিন্তু নবান্ন স্কলারশিপের সুবিধা পাবেন না।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর