বাংলাহান্ট ডেস্ক : নবম শ্রেণীর দুই ছাত্র বন্দুক উঁচিয়ে ঢুকে পড়ল ক্লাসরুমে। এই ঘটনায় হুলুস্থুল পড়ে গেল মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে স্কুলে পৌঁছায় পুলিশ। আটক করা হয় দুই ছাত্রকে (Students)। পুলিশ পরীক্ষা করে দেখছে এই বন্দুকটি (Gun) আসল কি না।
যদিও স্কুলের শিক্ষকরা দাবি করেছেন তাদের প্রাথমিকভাবে এটিকে একনলা বন্দুক বলেই মনে হয়েছে। সূত্রের খবর, শনিবার সকালে ক্লাস চলছিল রেজিনগরের আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে। সেই সময় নবম শ্রেণীর পড়ুয়ারা দেখতে পায় যে দুজন ছাত্র হাতে বন্দুক নিয়ে ক্লাসে ঢুকেছে। ক্লাসের অন্যান্য ছাত্ররা জানিয়েছে, ওই দুই ছাত্র হাতে বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছিল সহপাঠীদের।
আরোও পড়ুন : আসবে কাঁড়ি কাঁড়ি টাকা! Treasure NFT গড়ে দেবে আপনার জীবন, এইভাবে করুন উপার্জন
তারপর ওই ছাত্রদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় বন্দুক। খবর দেওয়া হয় ছাত্রদের অভিভাবকদের। তারপরেই ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই ছাত্র পরিবারের কারোর কাছ থেকে চেয়ে এনেছিল বন্দুক। পুলিশের অনুমান সহপাঠীদের ভয় দেখানোর জন্য এই কান্ড ঘটিয়েছে তারা। পুলিশ সূত্রে খবর, এই বন্দুকটি দেশীয় প্রযুক্তিতে তৈরি একনলা গোত্রের।
এভাবে কী করে নাবালকের হাতে বন্দুক এল তা পুলিশ খতিয়ে দেখছে। ওই দুই ছাত্রকে পুলিশ আটক করেছে। পরীক্ষা করে দেখা হচ্ছে বন্দুক। আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম জানান, ‘‘পড়ুয়াদের কাছ থেকে খবর পাই যে, ওর কাছে একটি দেশি বন্দুক আছে। আমরা কোনও রকম ঝুঁকি না নিয়ে পুলিশকে খবর দিয়েছি। পুলিশ দু’জনকে আটক করেছে। বন্দুক কোথা থেকে এল, কী ভাবে এল, তা তদন্তকারীরা খতিয়ে দেখবেন।’’