১৭ হাজারেরও বেশি শূন্যপদ, কর্মী নিয়োগ করবে SSC! শুরু হল এই পরীক্ষার রেজিস্ট্রেশন

বাংলাহান্ট ডেস্ক : গত সোমবার থেকে শুরু হয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন (Combined Graduate Level Examination) ২০২৪ সংক্ষেপে এসএসসি (Stuff Selection Commission) সিজিএল পরীক্ষার (SSC CGL 2024) রেজিস্ট্রেশন। স্টাফ সিলেকশন কমিশনের (SSC CGL 2024) সরকারি ওয়েবসাইট ssc.gov.in-এ গিয়ে প্রার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন এই পরীক্ষার জন্য।

রেজিস্ট্রেশনের পাশাপাশি, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই ওয়েবসাইট থেকে। এসএসসি সিজিএল পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৪ শে জুন থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ শে জুলাই পর্যন্ত। পরীক্ষার্থীদের নির্দিষ্ট নিয়ম মেনে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে পরীক্ষায় বসার জন্য। যে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের যোগ্য।

   

আরোও পড়ুন : কয়লা পাচার মামলায় নয়া টুইস্ট! CBI-র হাতে গ্রেফতার ৩ হেভিওয়েট, নাম ফাঁস হতেই তোলপাড়!

প্রধানত দুটি টায়ারে অনুষ্ঠিত হয়ে থাকে এসএসসি সিজিএল পরীক্ষা। এখনো পর্যন্ত জানানো হয়নি প্রথম টায়ার পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। তবে অনেকেই মনে করছেন পূর্বের নিয়ম মেনে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে পারে টায়ার ১ পরীক্ষা। কম্পিউটার বেসড পরীক্ষা হতে পারে ডিসেম্বর মাসে। ২৪ শে জুলাই ২০২৪ পর্যন্ত আবেদন জানানো যাবে এসএসসি সিজিএল ২০২৪-এর জন্য।

SSC CGL

অনলাইনে পরীক্ষা ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৫ শে জুলাই। অফলাইনে আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ ২৬ শে জুলাই। কেন্দ্রীয় সরকার এই পরীক্ষার মাধ্যমে গ্রুপ বি গেজেটেড, নন-গেজেটেড এবং গ্রুপ সি পদে মোট ১৭,৭২৭ টি শূন্য পদ পূরণ করতে চলেছে। ১লা আগস্ট ২০২৪ অনুযায়ী, ১৮ থেকে ৩২ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদন মূল্য লাগবে ১০০ টাকা।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর