বাংলাহান্ট ডেস্ক : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express) দুর্ঘটনায় এখনো পর্যন্ত নিহতের সংখ্যা ৮। নিহতদের মধ্যে রয়েছেন একজন লোকো পাইলট ও একজন রেল গার্ড। একই সাথে এই ট্রেনের সাধারণ কামরায় থাকা বেশ কিছু যাত্রীর মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ২৫। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যাচ্ছে, মৃত যাত্রীদের মধ্যে রয়েছেন রাজ্য আবগারি দফতরের এক সাব ইন্সপেক্টর। মৃত সাব-ইন্সপেক্টর কালিম্পং জেলার বাসিন্দা। মালদহের (Malda) মানিকচক আবগারি সার্কেলে কর্মমরত ছিলেন তিনি। সূত্রের খবর, মৃত সাব ইন্সপেক্টরের নাম সেলব শুব্বা। সেলব ছুটিতে বাড়ি গিয়েছিলেন। ছুটি শেষে তিনি মালদা আসছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে।
আরোও পড়ুন : এই বদ অভ্যাসগুলো থাকলেই সব শেষ! হাজার কামালেও জমবে না টাকা, জানিয়েছেন চাণক্য নিজেই
সেই ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটির শিলিগুড়ির রাঙাপানি সংলগ্ন এলাকায় সংঘর্ষ হয় একটি মালগাড়ির সাথে। পিছন থেকে মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটিকে। ট্রেনের কামরায় থাকা অন্যান্য যাত্রীদের সাথেই মৃত্যু হয় এই সাব-ইন্সপেক্টরের। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত অন্যান্য যাত্রীদের নাম এখনো জানা যায়নি।
আরোও পড়ুন : চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ! লোক নেওয়া হবে রাজ্যের ভূমি দপ্তরে; বেতন থেকে আবেদন, জানুন সব
সাধারণ কামরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীদের তথ্য পেতে সমস্যা হচ্ছে বলে জানা গেছে। রেল অত্যন্ত তৎপরতার সাথে চেষ্টা চালাচ্ছে মৃত যাত্রীদের পরিচয় জানতে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বিকালে পৌঁছেছেন ঘটনাস্থলে। শিলিগুড়ি থেকে রেলমন্ত্রী এক যুবকের বাইকে করে পৌঁছান ঘটনাস্থলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিমানে উত্তরবঙ্গ যেতে চেয়েছিলেন।
তবে মুখ্যমন্ত্রী জানান, ‘‘আমি সকাল থেকে চেষ্টা করছি। বিমান পাওয়া যায়নি। এখানকার সব বিমান তুলে দেওয়া হয়েছে। বিমানের এত দুর্দশা আমি জানতাম না।’’ পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। তিন জন রেলের কর্মী। দু’জন মালগাড়ির লোকো পাইলট। এক জন কাঞ্চনজঙ্ঘার গার্ড। বাকি পাঁচ জনের পরিচয় জানা যায়নি।”