চিটফান্ড মামলায় হাজিরা দিলেন না তৃণমূল বিধায়ক, চাইলেন ১৫ দিন সময়

বাংলাহান্ট ডেস্ক : চিটফান্ড দুর্নীতি (Chit Fund Scam) নিয়ে সিবিআই তলব (CBI) করেছিল তৃণমূল বিধায়ক (Trinamool MLA) সুবোধ অধিকারী। কিন্তু এদিন হাজির হননি তিনি। গত রবিবার সকালেই তাঁর বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। এরপরই মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নোটিস ধরানো হয় বীজপুরের বিধায়ককে। কিন্তু এ দিন সিবিআই দফতরে আসেন তাঁর আইনজীবী। জানা যাচ্ছে, সিবিআইয়-এর কাছে ১৫ দিন সময় চেয়েছেন সুবোধ। চিটফান্ড সংক্রান্ত মামলায় তাঁর কাছ থেকে বেশ কিছু নথি তলব করা হয়। সেই সমস্ত কাগজ জোগাড় কারতেই তিনি সময় চেয়েছেন বলে জানা যাচ্ছে।

গত রবিবার বিধায়ক সুবোধ অধিকারীর একাধিক বাড়ি ও ফ্ল্যাটে অভিযান চালায় সিবিআই। কী ভাবে তাঁর এত সম্পত্তি হল, তা নিয়েও ওঠে একাধিক প্রশ্ন। সুবোধের স্ত্রী জানান, তাঁর স্বামী ব্যবসায়ী। মূলতমব্যবসার টাকাতেই তাঁদের এত সম্পত্তি। সেই সম্পত্তির হিসেবও খতিয়ে দেখছে সিবিআই। জানা যাচ্ছে তৃণমূল নেতার কাছে আয়কর সংক্রান্ত নথিও দেখতে চেয়েছেন সিবিআই আধিকারিকরা।

93980589

রাজু সাহানি গ্রেফতার হওয়ার পর তাঁর কাছ থেকে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়, সেখান থেকেই সুবোধের নাম প্রকাশ্যে আসে। প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করার সময় সুবোধ নির্বাচন কমিশনের কাছে যে হিসেব দিয়েছিলেন তাতে দেখা যাচ্ছে, ২০১৫-১৬ থেকে ২০২১ পর্যন্ত বছরে তাঁর গড় আয় ৫-৬ লক্ষ টাকা। কিন্তু তার পর থেকেই ক্রমশ কমেছে সেই আয়। সেই টাকায় এত সম্পত্তি হল কিভাবে? এইদুটির মধ্যে কোনও সামঞ্জস্য নেই বলেই মনে করছেন তদন্তকারীরা। তাই আয়কর দফতরের কাছেও সুবোধের নথিপত্র চাওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।

চিটফান্ড-কাণ্ডের তদন্তে নেমে রাজু সাহানিকে গ্রেফতার করার পর থেকেই নতুন করে তৎপর হয়েছে সিবিআই। রবিবার বীজপুর বিধানসভা কেন্দ্রের মোট ৬ টি জায়গায় অভিযান চালানো হয়। শুধু সুবোধ নন, রাজু ঘনিষ্ঠ বলে পরিচিত কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী, কাঁচরাপাড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুম্পা সিং-এর বাড়িতেও হানা দেয় সিবিআই। সুবোধ অধিকারীর দক্ষিণদাঁড়ি ও পাইকপাড়ার ফ্ল্যাটে চলে অভিযান। পরে সুবোধ অধিকারীর আপ্ত-সহায়ক ও নিরাপত্তারক্ষীকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদও করা হয় তাঁদেরও

Avatar
Sudipto

সম্পর্কিত খবর