বাংলা হান্ট ডেস্কঃ ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচন (Assembly Election)। জোর কদমে জয়ের প্রস্তুতিতে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। এরই মাঝে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় বদল। শুক্রবার তৃণমূল (TMC) থেকে বিতাড়িত প্রাক্তন সভাপতি সুবল ভৌমিক (Subal Bhowmick) যোগ দিলেন শাসকদল বিজেপিতে (BJP)। পাশাপাশি নির্বাচনী টিকিট না পেয়ে পদ্মে নাম লেখালেন সিপিএম (CPM) বিধায়ক (MLA) মোবসর আলি। জানা গিয়েছে, দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতেই যোগদান দেন তাঁরা।
প্রসঙ্গত, ২০২১ সালে সুবল ভৌমিক যোগ দিয়েছিলেন তৃণমূলে। এরপর গত বছরের এপ্রিল মাসে তাঁকে দলের রাজ্য সভাপতি পদে বসিয়েছিল তৃণমূল। তবে সেই পদে তাঁর বেশিদিন স্থায়িত্ব ছিল না। আগস্ট মাসে সেই পদ থেকে সরিয়েও দেওয়া হয়। এবার দল থেকে বিতাড়িত সুবল ভৌমিক ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ঠিক একমাস যোগ দিলেন বিজেপিতে।
পর্যবেক্ষকদের মতে রাজনৈতিক জার্নিতে বারংবারই দলবদল করেছেন এই সুবল ভৌমিক। একসময়ে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এই নেতা। বিধায়কের পদেও আসীন ছিলেন । ২০১৩ সালে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস নামে এক দল গঠন করেছিলেন তিঁনি। তবে সেখানেও টেকেন নি। এরপর তৃণমূলে যোগদান করেন তিঁনি। তারপর ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে বিজেপিতে চলে যান। এরপর ২০২১ সালে ফের ফেরেন তৃণমূলে। এবার পূর্বের রেকর্ড বজায় রেখে ফের দলবদল তাঁর। ভোটপূর্বে ফের যোগ দিলেন বিজেপিতে।
অন্যদিকে, অভিমানে ত্রিপুরার কৈলাশহরের সিপিএম বিধায়ক তথা সংখালঘু নেতা মোবসর আলিও নাম লেখালেন গেরুয়া শিবিরে। প্রসঙ্গত, গতবার নির্বাচনে জয়ী হয়েছিলেন এই লাল প্রার্থী, তবে এবার মোবসরকে প্রার্থী করেনি সিপিএম। ওই আসন কংগ্রেসকে ছাড়তে হয়েছে সিপিএম এর। সেই কারণেই ভোট পূর্বে বাম ছেড়ে রামে যোগ দিলেন মোবসর আলি।