নিজের মতো বাঁচতে চান তিয়াশা, বিচ্ছেদের কথা উঠলে তাও মেনে নেবেন স্বামী সুবান

বাংলাহান্ট ডেস্ক: তিয়াশা রায় (tiyasha roy) ও সুবান রায় (suban roy), দুজনেই বাংলা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী এবং বাস্তব জীবনে জুটিও বটে। একজন নবাগতা এব‌ং অন‍্যজন অভিজ্ঞ অভিনেতা। যদিও প্রথম সিরিয়ালেই যে পরিমাণ জনপ্রিয়তা তিয়াশা পেয়েছেন তা স্বামী সুবান পাননি বললেই চলে। তবে দুজনের অভিনয় কেরিয়ারের থেকে বেশি  তাঁদের ব‍্যক্তিগত জীবন নিয়ে চর্চা বেশি হয়।

মাঝে মধ‍্যেই বিচ্ছেদের গুঞ্জনের জন‍্য সংবাদ শিরোনামে উঠে আসেন তিয়াশা সুবান। বিশেষ করে আগে যেমন অভিনেত্রীর সোশ‍্যাল মিডিয়ায় স্বামীর দেখা মিলত, এখন আর মেলে না। জন্মদিনের পার্টি থেকে শুরু করে ঘুরতে যাওয়া সবই একা একাই করেন তিয়াশা। তবে কি তাঁদের সম্পর্কে চিড় ধরেছে?

IMG 20220125 200055
আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে সুবান জানান, বিচ্ছেদ এখনো হয়নি তাঁদের। তবে দূরত্ব যে বেড়েছে তা স্পষ্ট তাঁর কথাবার্তায়। সাড়ে তিন বছর আগে অভিনয়ে পা রেখেছিলেন তিয়াশা। তখন তিনি এই জগৎ সম্পর্কে একেবারেই কিছু বোঝেন না। হাল ধরেছিলেন সুবানই। প্রেমিক, স্বামীর থেকেও বেশি অভিভাবক হয়ে উঠেছিলেন স্ত্রীর।

পর্দার খলনায়ক জানান, সবটাই হাতে ধরে শেখাতে হত তিয়াশাকে। কারণ তখন কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা বুঝতেন না তিনি। তবে এই তিন বছরে অনেক কিছুই শিখেছেন তিয়াশা। আগে নিজের ইচ্ছানুসারে চলতে পারতেন না তিনি। এখন তিনি নিজের মতো জীবন কাটাতে চান। তাই স্বাধীনতা দিয়েছেন সুবানও। এখন আর আগলে আগলে রাখেন না স্ত্রীকে।

সুবান এও জানান, বিচ্ছেদের কথা উঠলে সেটাও তিনি মেনে নেবেন। মাঝে বিধায়ক মদন মিত্রের সঙ্গে তিয়াশার সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল। কিন্তু সেসব উড়িয়ে দেন সুবান। তাঁর বক্তব‍্য, ‘কৃষ্ণকলি’র প্রচারের জন‍্যই মদন মিত্র সহ আরো অনেকের সঙ্গেই যোগাযোগ রেখে চলতে হয়েছিল তিয়াশাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর