বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে মহিলাদের জন্য চালু রয়েছে একাধিক প্রকল্প। এই প্রকল্পগুলির মাধ্যমে প্রান্তিক ও সাধারণ মহিলাদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগী হয়েছে সরকার। তবে এবার এমন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে যা শুনলে আপনিও খুশিতে লাফিয়ে উঠবেন। বছরের দুবার এই প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে।
মহিলাদের জন্য নয়া প্রকল্প (Subhadra Yojana scheme)
সেই হিসেবে বছরে মোট ১০ হাজার টাকার আর্থিক সাহায্য পাবেন মহিলারা। রাজ্যের মন্ত্রিসভা ২১ বছর থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের অধীনে পাঁচ বছরে মহিলারা পাবেন মোট ৫০ হাজার টাকা। উড়িষ্যা সরকার জানিয়েছে তাদের নতুন প্রকল্প ‘সুভদ্রা’ (Subhadra Yojana scheme) শুরু হতে চলেছে ২০২৪-২৫ আর্থিক বছর থেকেই।
আরোও পড়ুন : আরেব্বাস! লটারি কেটেই ফিরতে পারে আপনার ভাগ্যের চাকাও! শুধু মেনে চলুন এই নিয়ম
২০২৮-২৯ অর্থবর্ষ পর্যন্ত চালানো হবে এই প্রকল্প (Subhadra Yojana scheme)। এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে রাখিপূর্ণিমায় ৫,০০০ টাকা এবং আন্তর্জাতিক মহিলা দিবসে ৫,০০০ টাকা দেওয়া হবে। এমনকি এই প্রকল্পের (Subhadra Yojana scheme) সুবিধাভোগীদের দেওয়া হবে ‘সুভদ্রা’ ডেবিট কার্ডও (Subhadra Debit Card)।
আরোও পড়ুন : অবিশ্বাস্য! রোজ জমান ২০০ টাকা! রিটার্ন আসবে ২৮ লাখ! এও কী সম্ভব? জানুন LIC’র বিশেষ এই পলিসি
এই প্রকল্পের (Subhadra Yojana scheme) সুবিধা পাবেন না সরকারি কর্মচারী ও আয়কর প্রদান করেন এমন মহিলারা। এছাড়াও ১৫০০ টাকা বা তার অধিক যদি কোনও প্রকল্প থেকে কেউ আর্থিক সাহায্য পেয়ে থাকেন তাহলে তিনিও এই প্রকল্পে (Subhadra Yojana scheme) আবেদন করতে পারবেন না। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ব্লক অফিস, সেবাকেন্দ্র, জনসেবা কেন্দ্র থেকে যোগ্য মহিলারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।
এছাড়াও উড়িষ্যা (Odisha) সরকার জানিয়েছে, অনলাইন লেনদেনে উৎসাহ দিতে দেওয়া হবে বিশেষ বোনাস। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং পুরসভায় যে ১০০ জন মহিলা সব থেকে বেশি ডিজিটাল লেনদেন করবেন তাদের বোনাস হিসেবে ৫০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। এই প্রকল্পের জন্য উড়িষ্যা সরকার খরচ করতে চলেছে ৫৫,৮২৫ কোটি টাকা।