বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বব্যাপী দূষনের জেরে দেশ ও আনর্জাতিক পরিবেশবিদরা অনেক দিন ধরেই ইলেক্ট্রিক গাড়ি চালানোর কথা বলছেন। কেন্দ্রীয় সরকারও ইতিমধ্যেই ইলেক্ট্রিক গাড়ি চালানোর প্রতি নাগরিকদের উৎসাহ দিয়েছেন।কিন্তু বিদ্যুতের মাশুলও উর্দ্ধমুখী। আর বিদ্যুৎ চালিত গাড়িগুলিও মানুষের ধরা ছোঁয়ার বাইরে। নদিয়ার বাসিন্দা শুভময় বিশ্বাস এই সমস্যা সমাধানের জন্য তৈরী করেছেন সৌরশক্তিতে চলা ‘ই-বাইক’।
৭০ হাজার টাকার কাছাকাছি খরচে একমাসে এই বাইক তৈরী করেছে শুভময়। সৌরশক্তির পাশাপাশি চাকায় রয়েছে ‘অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস’, হেডলাইট সেন্সর ও অন্যান্য সুযোগ সুবিধাও।মাত্র দু’ঘন্টা চার্জ দিয়ে ২০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেওয়া যাবে। সর্বোচ্চ গতি ঘন্টায় ৬০ কিলো মিটার।
থাকছে বিভিন্ন সেফটি ফিচারও। চালক হেলমেট পরেছে কিনা তা জানা যাবে , চালানো যাবে না মদ্যপান করেও। শুভময়ের কথায়, “মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্পকে সামনে রেখে এই বাইক বানানোর চেষ্টা করেছি। নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা রাখা হয়েছে।” ইতিমধ্যেই পেটেন্টের জন্য আবেদন করেছে শুভময়।
শুভময় উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র হলেও পদার্থ বিদ্যায় তার আগ্রহ ছিল। মূলত আর্থিক কারনেই তার পদার্থবিদ্যা নিয়ে পড়া হয়নি। কলকাতার একটি বিজ্ঞান মেলায় এই বাইকটির প্রদর্শনীও করেন শুভময়। যা হয়ে ওঠে মেলার বিশেষ আকর্ষন। স্নাতকোত্তরের এই ছাত্রের ইচ্ছা বিজ্ঞান সাধনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার। একই সাথে পরিবেশ রক্ষার প্রতিও দায় বদ্ধ তিনি। বিকল্প শক্তিকে তিনি ব্যবহার করে দেশ সহ সারা বিশ্বকে আরো বাসযোগ্য বানানোর চেষ্টা চালিয়ে যাবেন।