‘পথে নামার সময় আসেনি’, তৃণমূলের বিপুল জয়ের পরই ভোট হিংসা নিয়ে অবস্থান বদল শুভাপ্রসন্নর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৩ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) নিয়ে লাগাতার হিংসা-অশান্তি! নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে সংঘর্ষের চিত্র। মনোনয়ন পর্ব থেকে আরও ভয়ঙ্কর রূপ নেয় পরিস্থিতি। সবমিলিয়ে ভোট হিংসার জেরে প্রাণ গিয়েছে ৫০ জনের। লাগাতার এই হিংসার প্রতিবাদে বিরোধী দল গুলোর পাশাপাশি সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী শিল্পী শুভাপ্রসন্ন (Subhaprasanna)।

শুধু তাই নয় এমনকী, প্রয়োজনে পথে নামারও হুঁশিয়ারি দিয়েছিলেন শিল্পী। সেই নিয়েও জোর চৰ্চা হয়েছিল সর্বত্র। তবে এবার ভোটের ফলাফল সামনে আসার পরই পুরোপুরি সুর বদল শুভাপ্রসন্নর।আচমকাই শিল্পীর ভোলবদল নিয়ে এখন উত্তাল রাজ্য-রাজনীতি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে শুভাপ্রসন্ন জানিয়েছেন,”রুদালি নই যে কিছু হলেই রাস্তায় নামতে হবে। এখনও রাস্তায় নামার সময় আসেনি।” শুধু তাই নয় ভোট হিংসা নিয়েও একেবারেই ভিন্ন সুর শোনা গেল শিল্পীর গলায়। শিল্পী বলেন, “মমতা কড়া হাতে দমন করেছেন, এর চেয়ে বড় কী হতে পারে?”

হিংসায় মৃতের সংখ্যাও আসলের চেয়ে বাড়িয়ে দেখানো হয়েছে বলে মন্তব্য করেন শুভাপ্রসন্ন। একদিকে যখন শিল্পীর এই অবস্থান বদল নিয়ে সমালোচনায় সরব হলেও এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য বলছেন, “শুভাদা এই ক’দিন ধরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘রামের সুমতি’ পড়েছেন। তাই শুভাদার সুমতি হয়েছে।”

subhaprasanna

প্রসঙ্গত, ভোট নিয়ে কিছুদিন আগে শুভাপ্রসন্ন বলেছিলেন, “সারা দেশে এরকম ঘটনা কোথাও ঘটে না। এই সংস্কৃতি বদলাতে হবে।” তিনি আরও বলেছেন, “আমরা আবার মিছিল করতে পারি, আগে যেমন করেছিলাম। সংস্কৃতি বদলের মিছিল।” আর ফল প্রকাশের পরই নিজের আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি গিয়ে একেবারেই ভিন্ন মন্তব্য স্বনামধন্য এই শিল্পীর।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X