সবাই রামকৃষ্ণ মিশনের সদস্য নন, কেউ চুরি করবে না, এটা তো হতে পারে না! বললেন শুভাপ্রসন্ন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে নিয়োগ দুর্নীতি ইস্যুতে (Recruitment Scam) তোলপাড় রাজ্য! একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীদের নাম দিয়ে ভরেছে দুর্নীতির তালিকা। শিক্ষক দুর্নীতির অভিযোগে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শাসকদলের একাধিক ঘনিষ্ট ব্যক্তিত্ব। দিন দুয়েক আগেই তালিকায় নাম লিখিয়েছেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিঁনি। এককথায় বর্তমান সময়ে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতি ইস্যুর দরুন যথেষ্টই অস্বস্তিতে রাজ্যের শাসকদল। এই আবহেই নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য করলেন শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য (Subhaprasanna)।

রবিবার হুগলি (Hooghly) জেলার খানাকুলের ঘোষপুরের নেতাজি ইউনিয়ন বিদ্যাপীঠের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভাপ্রসন্ন। সেখানেই রাজ্যের নিয়োগ দুর্নীতি ইস্যুতে মন্তব্য করে তিঁনি বলেন, দুর্নীতি আছে, আবার ভালও আছে।” পাশাপাশি তিঁনি বলেন, “সব জায়গায় দুর্নীতি আছে, আবার ভালও আছে। একেবারে সমাজে থেকে কেউই চৌর্যবৃত্তি করবে না, দুর্নীতি করবে না। এটা হবে না। সবাই তো রামকৃষ্ণ মিশনের মেম্বার নয়। সুতরাং ভালও থাকবে, মন্দও থাকবে। আমাদের ভালটা বেছে নিতে হবে।”

শুধু তাই নয়, এরপর রাজ্যের বাংলার শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। একথা বলা হলে তিঁনি বলেন, “না না, সবকিছুই ঠিক আছে। আমরা এটা সব সময় এটা মনে করি। সব তো পরিবর্তন হয়। সব সময় একরকম থাকে না। সুতরাং, বাংলা – বাংলাতেই আছে। এখন বহু শিল্পী, নাট্যকার, সাহিত্যিক আছে যারা সাহিত্য রচনা করছেন। কাজ করছেন। কোনওটাই থেমে নেই।”

subhaprasanna

উল্লেখ্য, এদিনের এই অনুষ্ঠানে শিল্পী শুভাপ্রসন্ন এর পাশাপাশি উপস্থিত ছিলেন, হুগলি জেলা পরিষদের শিক্ষাকর্মাধ্যক্ষ গোপাল রায়, স্কুল শিক্ষা দফতরের শিক্ষা বিষয়ক সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার, এলাকার প্রধান হায়দর আলি সহ একাধিক ব্যক্তিত্ব।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X