দীর্ঘ জল্পনার পর অবশেষে বাতিলই হচ্ছে দু হাজার টাকার নোট, অবসরের পর বিস্ফোরক প্রাক্তন কেন্দ্রীয় অর্থসচিব

বাংলা হান্ট ডেস্ক :8 নভেম্বর 2016, হঠাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রথম জমানার ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে নোটবন্দি ঘোষণা করেন৷ তাই পুরনো পাঁচশো এবং হাজার টাকার নোট বাজারে অচল হয়ে যায়৷ নতুন পাঁচশো এবং দু হাজারের নোট আত্মপ্রকাশ করে, যদিও এই তিন বছরে দশ, পঞ্চাশ ও একশো টাকার নোটের বদল হয়ে নতুন বদল এসেছে বাজারে৷ তবে সে সময় পাঁচশো এবং হাজার টাকার নোট বন্দির ফলে গোটা দেশ আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছিল৷Subhash Chandra Garg PTI Photo

যদিও মোদী সরকারের এই নীতিকে সমর্থন করেননি তাবড় অর্থনীতিবিদরা৷ তবে এ বার তিন বছর আগের দুই হাজার টাকার নোট বাতিলের পথে৷ যদিও জল্পনা ছড়িয়েছিল অনেক দিন আগে থেকেই, হবে এ বার নতুন দু হাজার টাকার নোট বাতিল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব সুভাষচন্দ্র গর্গ৷

31 অক্টোবর তারিখে অবসর নেওয়ার আট দিন কাটতে না কাটতেই টুইট করে বিস্ফোরক মন্তব্য করলেন সুভাষচন্দ্র গর্গ৷ টুইটে তিনি জানিয়েছেন কোনো রকম সমস্যা ছাড়াই নাকি বাজার থেকে দুই হাজার টাকার নোট তুলে নেওয়া হচ্ছে৷ তাই দেশবাসীর উদ্দেশ্যে দুই হাজার টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন৷

প্রাক্তন কেন্দ্রীয় অর্থসচিবের এই টুইটের পর কার্যত নতুন জল্পনা শুরু হয়েছে গোটা দেশে৷ উল্লেখ্য মোদী সরকারের প্রথম জমানায় নোট বাতিল ঘোষণার পর আস্তে আস্তে দেশের অর্থনৈতিক অবস্থা শিথিল হয়েছে আর তাই অর্থনীতিবিদদের একাংশের দাবি ছিল মোদী সরকার নোট বাতিলের সিদ্ধান্ত অর্থনীতির ওপর প্রভাব ফেলেছে৷

সম্পর্কিত খবর