বাংলা হান্ট ডেস্কঃ একমাসের বেশি ধরে গোটা ভারতে নাগরিকতা সংশোধন আইনের (CAA) বিরুদ্ধে বিক্ষোভ চলেই যাচ্ছে। এই ইস্যুতে বলিউড দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এই ইস্যুতে একদিকে যেমন অনেক বলিউড নক্ষত্ররা বিরোধিতা করেছেন, অন্যদিকে এই ইস্যুতে অনেক বলিউড নক্ষত্ররা মোদী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এবার সিএএ ইস্যুতে মুখ খুললেন বলিউডের বিখ্যাত সিনেমা নির্মাতা সুভাষ ঘাই (Subhash Ghai)।
সুভাষ ঘাই বললেন, ‘বিরোধিতা জনতার আওয়াজ। সেটাকে স্বীকার করা উচিৎ। কিন্তু যদি আপনি সমালোচনা করতে চান, তাহলে বিরোধিতার কিভাবে হচ্ছে সেটা দেখতে হবে। গান্ধীজির বিচারধারা মেনে চলুন, উনি বলেছিলেন, আমি লড়ব না, হিংসা করব না, কোন জিনিষের ক্ষতি করব না।”
পাশাপাশি উনি বলেন, ‘আমি যদি আমার কথা বলি, তাহলে এটাই বলতে চাই যে, আমার কাছে সম্পূর্ণ অধিকার আছে বিরোধিতা করার। কিন্তু এটাও আমার জানা দরকার যে, বিরোধিতা করার আগে যেই জিনিষের বিরোধিতা করছি সেটা নিয়ে সম্পূর্ণ তথ্য জানা। আমার উচিৎ গাধা-পাঠাদের মতো আচরণ না করা। এটা না যে, সবাই বলছে বলে আমিও বলব। সবাই ভয় পাচ্ছে বলে আমিও ভয় পাব। ভগবান আমাকে বুদ্ধি দিয়েছে। আমি পড়তেও পারি, আর বুঝতেও পারি। যখন আমি বুঝব যে ভুল হচ্ছে, তখন আমি অবশ্যই বিরোধিতা করব।”
উনি আরও বলেন, ‘যদি আমাকে রাজনীতি করতে হয়, তাহলে আমি রাজনৈতিক দলে যোগ দেব। কিন্তু এমন ভাবে কিছু না বুঝে কিছু করলেই মুশকিল। এরকম করলে অনেক কিছু ভুল হয়ে যায়। বাচ্চাদের গায়ে আঘাত লাগে, পুলিশকে পাথর ছোঁড়া হয়। এরকম করা ঠিক না। ঈশ্বর খুব শীঘ্রই এই দেশে শান্তি ফিরিয়ে আনবে।”
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার