১৪ বছর জেলে থেকেও হার মানেনি! ডাক্তার হয়ে নজির গড়লেন ইনি

বাংলা হান্ট ডেস্কঃ এক ব্যাক্তি যিনি ১৪ বছর পর্যন্ত জেলের সাজা কাটিয়েছেন, তিনি এবার জেল থেকে বাইরে এসে ডাক্তার হয়ে জীবনের আসল লক্ষ্য অর্জন করলেন। ৪০ বছর বয়সী সুভাষ প্যাটেল (Subhash Patil) জানায়, সে কর্ণাটকের আফজলপুরা কালবুর্গীর বাসিন্দা। ১৯৯৭ সালে সে এমবিবিএস তৃতীয় বছরের পড়াশুনা করছিল।

সেই সময় একটি মামলায় পুলিশ সুভাষকে গ্রেফতার করে। এরপর ২০০৯ সালে আদালত সুভাষকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। জেলে সুব্যবহার করার জন্য ২০১৬ সালে তাঁকে জেল থেকে মুক্তি দেওয়া হয়।

এরপর ২০১৯ এ সুভাষ নিজের এমবিবিএস পড়াশুনা সম্পূর্ণ করেন। তারপর সুভাষ এক বছরের প্রয়োজনীয় ইন্টার্নশিপও করেন। এই মাসের প্রথমে সুভাষ এমবিবিএস ডিগ্রি হাসিল করেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর