বাংলাহান্ট ডেস্ক: একে একে চলে যাচ্ছেন সকলে। প্রথমে অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। এখন শুভময় চট্টোপাধ্যায়ও (Shubhomoy Chatterjee) বিদায় নিলেন। পরপর দুবার বন্ধু বিয়োগের ব্যথা বড় তীব্র হয়ে বেজেছে অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের (Subhashis Mukherjee) বুকে। চোখের সামনে দুই বন্ধু চলে গেলেন চিরবিদায় নিয়ে। ভেঙে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা।
গত মার্চ মাসে প্রয়াত হন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। আর আজ মঙ্গলবার এসে পৌঁছাল অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়ের মৃত্যু সংবাদ। অভিষেকের সঙ্গে বন্ধুত্বের কথা আগেই জানিয়েছিলেন শুভাশিস মুখোপাধ্যায়।
শুভময় চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব। সংবাদ মাধ্যমের কাছে স্মৃতিচারণ করতে গিয়ে হতাশা ঝড়ে পড়ে তাঁর কথায়। দূরদর্শনের সময় থেকে যোগাযোগ ও বন্ধুত্ব হয়েছিল শুভাশিস আর শুভময়ের। দুজনের দেখা কম হত। কিন্তু খুব ভাল বন্ধুত্ব ছিল। কোনোদিন মনোমালিন্য হয়নি বলে জানান বর্ষীয়ান অভিনেতা।
শভময় চট্টোপাধ্যায়ের ব্যাপারে বলতে গিয়ে তিনি জানান, খুব ভাল কমেডি করতেন তিনি। হুল্লোড়ে মানুষ ছিলেন। আর ছিলেন বহুমুখী প্রতিভা। অভিনয় থেকে গান সবদিকেই গুণী মানুষ ছিলেন শুভময় চট্টোপাধ্যায়। শুভাশিস বলেন, জীবনটা সঠিক দিকে নিয়ে গেলে আরো সাফল্য পেতেন শুভময়।
২০১৯ সালে ‘মহালয়া’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর চরিত্রে অভিনয় করেছিলেন শুভাশিস মুখোপাধ্যায় আর সুরকার গায়ক পঙ্কজ কুমার মল্লিকের চরিত্রে অভিনয় করেছিলেন শুভময় চট্টোপাধ্যায়। দীর্ঘদিনের বন্ধুর মৃত্যু সংবাদ শুনে মন ভারী হয়ে রয়েছে শুভাশিস মুখোপাধ্যায়ের।
ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়। খাদ্যনালীতে ক্যানসার হয়েছিল তাঁর। গত ১৬ মে শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল বলে খবর। কিন্তু শেষরক্ষা হল না। ১৪ জুন সকাল সাড়ে আটটা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।