বড়দিনের উপহারে খোদ স‍্যান্টা! খুদে স‍্যান্টা ইউভানকে আদরে ভরিয়ে দিলেন রাজ-শুভশ্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রাজ চক্রবর্তী (raj chakraborty) শুভশ্রী গাঙ্গুলীর (subhashree ganguly) বড়দিনের উপহারে হাজির খোদ স‍্যান্টাক্লজ (santa clause)! উপহারের বাক্স খুলতেই দেখা মিলল টুপি পরা খুদে স‍্যান্টার। ছোট্ট স‍্যান্টার সেই ছবি (photo) সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করলেন শুভশ্রী ও রাজ। আর শেয়ার করা মাত্রই ভাইরাল (viral)।

অবাক হলেন? আসলে এই খুদে স‍্যান্টা হল রাজ শুভশ্রীর আদরের সন্তান ইউভান (yuvaan)। স‍্যান্টার টুপি পরে সে নিজেই বসে গিয়েছে উপহারের বাক্সে। রাজ শুভশ্রীর কাছে এই বড়দিনে ইউভানই তো সবথেকে বড় উপহার। ছেলেকে কোলে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিয়েছেন এই তারকা জুটি।

বাড়িতেই খ্রিস্টমাসের ডেকোরেশন করে বড়দিন পালন করলেন রাজ ও শুভশ্রী। সেই সঙ্গে নতুন লুকে সাজল ইউভানও। সাদা শার্ট, নীল প‍্যান্টে দেখা গেল তাকে। সঙ্গে চুলে স্পাইক। পরিবারের সকলের সঙ্গে ওয়াইনের গ্লাস নিয়ে চিয়ার্সও করলেন রাজ। তবে শুভশ্রী এখনো ও রসে বঞ্চিত। শাশুড়ি মায়ের থেকে আদর খেতেও দেখা গেল বৌমা শুভশ্রীকে।

https://www.instagram.com/p/CJNt3vogHKJ/?igshid=ioey13zcvygp

https://www.instagram.com/p/CJNzkxrAb03/?igshid=1jectaxmray1w

এদিন ক্রিম রঙের শর্ট ড্রেসে দেখা গেল ‘হট মাম্মা’ শুভশ্রীকে। সঙ্গে ঠোঁটে লাল লিপস্টিক। রাজের পরনে ছিল লাল টিশার্ট। খ্রিস্টমাস ট্রি, স্নো ম‍্যানের সামনে বসে রাজের কাঁধে মাথা রেখে ছবিও তুললেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CJNOAiBp1_z/?igshid=hzavifca4dmz

https://www.instagram.com/p/CJN01lapm_K/?igshid=rm0mlzm2hrge

সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় এক মজার খেলা খেলেন শুভশ্রী। অনুরাগীদের তিনি বলেন, তাঁকে কোনো একটি বিষয়ের উপর ছবি পোস্ট করতে। সেই অনুযায়ী ছেলে ইউভানের একটি অদেখা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা গিয়েছে দুহাতে কোলে নিয়ে ইউভানকে চুম্বন করছেন বাবা রাজ। পাশেই হাসিমুখে দাঁড়িয়ে শুভশ্রী।

ছবিটি সম্ভবত শুভশ্রীর জন্মদিনের সময় তোলা। মা হওয়ার পরপরই ৩০ এ পা দেন অভিনেত্রী। সেই সময় ঘরোয়া পার্টির আয়োজনও করা হয়েছিল। ছবিটিও সেই সময়কারই বলে মনে করা হচ্ছে। এছাড়াও অনুরাগীদের অনুরোধে আরো বেশ কিছু ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেন শুভশ্রী।


নিজের মেকআপ ছাড়া ছবি, হানিমুনের ছবি, প্রেগনেন্সির সময়কার একটি অদেখা ছবি, এমনকি নিজের ফোনের ওয়ালপেপারে ইউভানের ঘুমন্ত মুখের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। প্রতিটি ছবিই ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

X