ছোট্ট ইউভানকে বাড়িতে রেখেই বছর শেষের পার্টিতে মাতলেন রাজ-শুভশ্রী, উত্তাল পার্টির ছবি ভাইরাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই তিন মাসে পা দিয়েছে রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলীর (subhashree ganguly) একরত্তি ইউভান (yuvaan)। করোনা আবহে ইউভানকে নিয়ে একেবারেই বাইরে বেরোনো চলছে না। তাই ঘরে আটকে পড়েছেন রাজ শুভশ্রীও। শুধু টুকটাক ঘোরায় কি আর সাধ মেটে? তাই এবার ইউভানকে বাড়িতে রেখে বছর শেষে পার্টি (party) উপভোগ করতে বেরিয়ে পড়লেন মিঞা বিবি।

শহরের এক জনপ্রিয় নাইট ক্লাবে তুমুল পার্টিতে মাততে দেখা গেল শুভশ্রী ও রাজকে। এদিন শুভশ্রীকে দেখলে বোঝা শক্ত যে তিনি সদ‍্য মা হয়েছেন। শর্ট কালো ড্রেসে চরম হট দেখাচ্ছিল অভিনেত্রীকে। পাশে ধূসর রঙা ব্লেজারে একই রকম হ‍্যান্ডসাম রাজ চক্রবর্তীও।


হাতে পানীয়ের গ্লাস নিয়ে বন্ধুদের সঙ্গে পোজ দিতেও দেখা যায় শুভশ্রীকে। গানের তালে চুটিয়ে নাচতে দেখা গেল এদিন দুজনকেই। পার্টিতে উপস্থিত ছিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী, অভিনেত্রী পার্নো মিত্র, গৌরব চক্রবর্তী ও তাঁর স্ত্রী ঋদ্ধিমা চক্রবর্তীও। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে ছবি ও ভিডিও গুলি শেয়ার করেছেন শুভশ্রী।

সম্প্রতি বাড়িতেই খ্রিস্টমাসের ডেকোরেশন করে বড়দিন পালন করেন রাজ ও শুভশ্রী। সেই সঙ্গে নতুন লুকে সাজে ইউভানও। সাদা শার্ট, নীল প‍্যান্টে দেখা যায় তাকে। সঙ্গে চুলে স্পাইক। এছাড়া স‍্যান্টার লাল টুপি পরে উপহারের বাক্সের মধ‍্যে বসেও ক‍্যামেরাবন্দি হয় ইউভান। পরিবারের সকলের সঙ্গে ওয়াইনের গ্লাস নিয়ে চিয়ার্সও করেন রাজ। তবে শুভশ্রী এখনো ও রসে বঞ্চিত। শাশুড়ি মায়ের থেকে আদর খেতেও দেখা যায় বৌমা শুভশ্রীকে।


এদিন ক্রিম রঙের শর্ট ড্রেসে দেখা গিয়েছিল ‘হট মাম্মা’ শুভশ্রীকে। সঙ্গে ঠোঁটে লাল লিপস্টিক। রাজের পরনে ছিল লাল টিশার্ট। খ্রিস্টমাস ট্রি, স্নো ম‍্যানের সামনে বসে রাজের কাঁধে মাথা রেখে ছবিও তোলেন অভিনেত্রী।

সম্পর্কিত খবর

X