মায়ের আঙুল আঁকড়ে ঘুমোচ্ছে ছোট্ট ইউভান, এক মাসের জন্মদিনে ছেলের ছবি পোস্ট করলেন রাজ-শুভশ্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত ১২ সেপ্টেম্বর মা হয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly)। তাঁর কোল আলো করে এসেছিল ছোট্ট ইউভান (yuvaan)। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে গোটা এক মাস। আজ, ১২ অক্টোবর এক মাস পূর্ণ করল রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রীর ছেলে ইউভান।

ছেলের জন্মদিন উপলক্ষে এদিন একটি ছবি (photo) শেয়ার করেন রাজ ও শুভশ্রী দুজনেই। ছবিতে দেখা যায় মায়ের আঙুল আঁকড়ে ধরে দিব‍্যি নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে ইউভান। ছবিটি শেয়ার করে রাজ লিখেছেন, ‘মা ও ছেলের সম্পর্ক। যে মুহূর্ত থেকে ও আমাদের জীবনে এসেছে, মায়ের মতোই হয়েছে।’

অপরদিকে শুভশ্রী ছবি শেয়ার করে লেখেন, ‘আমার বেঁচে থাকার কারণ।’ ছবি শেয়ার করতেই সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনুরাগীরা শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছে ছোট্ট ইউভানকে।

https://www.instagram.com/p/CGO-wd9g0Z8/?igshid=nfvrv6cjuee7

 

 

জন্মাবার সঙ্গে সঙ্গেই সকলকে নিজের ভক্ত বানিয়ে ফেলেছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর ছেলে ইউভান। এই খুদের রোজনামচার দিকেই এখন নজর নেটপাড়াবাসীর। রাজ বা শুভশ্রীর থেকে ইউভানের নতুন ছবি পেলেই লাইক কমেন্টের বন‍্যা বয়ে যায়। অনুরাগীদের কথা ভেবে ইউভানের নিত‍্যনতুন ছবি, ভিডিও শেয়ারও করেন রাজ শুভশ্রী।

১২ সেপ্টেম্বর কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে সন্তানের জন্ম দেন শুভশ্রী। মা হওয়ার কয়েক ঘন্টার মধ‍্যেই ছেলে ইউভানের ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। অনুরাগীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সদ‍্যোজাতর। তখন থেকেই চড়তে শুরু করে উত্তেজনার পারদ। ইউভানকে ভালবাসায় ভরিয়ে দেন শুভশ্রীর অনুরাগীরা।

X