যুব তৃণমূল কংগ্রেস ও শুভশ্রীর ছবি দিয়ে ভুয়ো কাজের পোস্ট! সতর্ক করলেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly) ও যুব তৃণমূল কংগ্রেসের নাম করে প্রতারণা চক্রের হদিশ সোশ‍্যাল মিডিয়ায়। হদিশ দিলেন খোদ অভিনেত্রীই। তাঁর ছবি ব‍্যবহার করে নেটমাধ‍্যমে রোজগারের টোপ দিয়ে প্রতারণা চক্র চালানো হচ্ছে। ভুয়ো প্রলোভন থেকে নিজের অনুরাগীদের সতর্ক করে বার্তা দিলেন শুভশ্রী।

অল ইন্ডিয়া যুব তৃণমূল কংগ্রেস সোস‍্যাল নেটওয়ার্ক সাপোর্টার্স নামে একটি গ্রুপ থেকে শুভশ্রীর ছবি ব‍্যবহার করে কাজের সন্ধান দেওয়া হয়েছে। সেখানে লেখা, ‘সকল ফেসবুক ব‍্যবহারকারীদের জন‍্য ইনকাম এর সুযোগ। ঘরে বসে বসে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ‍্যমে কোনো ইনভেস্ট ছাড়াই প্রতিদিন ১-২ ঘন্টা ফেসবুক এ কাজ করে প্রতি মাসে ৫০০০ থেকে ৫০০০০ টাকা পর্যন্ত ইনকাম করুন। কাজটি কীভাবে শুরু করতে হবে বিস্তারিত জানার জন‍্য এক্ষুণি Join লিখে মেসেজ করুন।’

FB IMG 1627486044186
এই ভুয়ো পোস্টের স্ক্রিনশট নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করে অনুরাগীদের সতর্ক করেছেন শুভশ্রী। তিনি লিখেছেন, ‘ভুয়ো পোস্ট অ্যালার্ট!!! দয়া করে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্টটি উপেক্ষা করুন এবং শেয়ার করা থেকে বিরত থাকুন।’ সেই সঙ্গে ‘স্টে সেফ’ এবং ‘স্টে রেসপনসিবল’ হ‍্যাশট‍্যাগ দুটিও জুড়ে দিয়েছেন তিনি।

IMG 20210728 210040
এই বিষয়ে শুভশ্রী সংবাদ মাধ‍্যমকে বলেন, তৃণমূল কংগ্রেসের নামে তৈরি করা এই গ্রুপটি ভুয়ো। কিন্তু এটা করেছে সে বিষয়ে তাঁর কোনো ধারনা নেই। তাঁর যে অনুরাগীরা রয়েছেন তাদের সতর্ক করার জন‍্য তারা যাতে এই প্রলোভনের ফাঁদে পা না দেয় সেই কারণেই এই বার্তা দিয়েছেন শুভশ্রী।

jpg 3 5
সোশ‍্যাল মিডিয়ায় তারকাদের নাম ব‍্যবহার করে খুলে বসা প্রতারণা চক্র নতুন নয়। শুভশ্রীর স্বামী পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তীর নামেও একাধিক বার এমনটা ঘটেছে। রাজের নাম করে টলিউডে সুযোগ দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। রাজ প্রতিবার এমন চক্রের খোঁজ পেলেই সতর্ক করেছেন নেটপাড়াবাসীদের। এবার শুভশ্রীও সেই পথেই হাঁটলেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর