বাংলাহান্ট ডেস্ক : সদ্য অনুষ্ঠিত হল ফিল্মফেয়ার বাংলা অ্যাওয়ার্ড শো। চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় এই অ্যাওয়ার্ড শোয়ের জন্য অপেক্ষা করে থাকেন তারকা থেকে সাধারণ মানুষ। কে কোন অ্যাওয়ার্ড পেল, কী কী পারফরম্যান্স হল, সেই সঙ্গে কে কেমন সাজলেন তা নিয়েও চলে আলোচনা। তবে এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে একাধিক নজরকাড়া বিষয়ের মধ্যে দুটি ঘটনা জায়গা করে নিয়েছে আলোচনার কেন্দ্রে। ফিল্মফেয়ারের মঞ্চে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং মিমি চক্রবর্তীর ঘনিষ্ঠতা অনেকেরই নজর কেড়ে নিয়েছে।
ফিল্মফেয়ারে শুভশ্রীর (Subhashree Ganguly) থেকে পুরস্কার নিলেন মিমি
এবারের ফিল্মফেয়ারে মঞ্চে সেরা স্টাইল আইকনের পুরস্কার জিতে নিয়েছেন মিমি। আর তাঁর হাতে সেই অ্যাওয়ার্ড তুলে দেন শুভশ্রী (Subhashree Ganguly)। তারপরেই প্রাক্তন প্রেমিকের স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় মিমিকে। তিনি জানান, স্টাইলের দিক দিয়ে তিনি শুভশ্রীর (Subhashree Ganguly) অনুরাগী। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে তিনিই প্রথম জিরো ফিগারের ট্রেন্ড শুরু করেন।
শুভশ্রীকে নিয়ে কী বললেন: স্মৃতিচারণ করে মিমি বলেন, তাঁরা একসঙ্গে খেতে বসতেন। থালায় অনেক ধরণের খাবার সাজানো থাকা সত্ত্বেও শুভশ্রী (Subhashree Ganguly) খেতেন না। মিমি প্রশ্ন করায় তিনি উত্তর দিয়েছিলেন, তিনি খাবেন না। মিমির কথা শুনে মঞ্চের উপরেই তাঁকে জড়িয়ে ধরেন শুভশ্রী। দুজনের মধ্যে রসায়ন যে বদলেছে তার আরো এক প্রমাণ মেলে এদিনের ঘটনায়।
আরো পড়ুন: “ভারতের মেয়ে”-র পৃথিবীতে প্রত্যাবর্তন! বিশেষ শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর, জানালেন….
মিমির গানে নাচ শুভশ্রীর: এবারের ফিল্মফেয়ারে মিমির গানে নেচেই বাজিমাত করেন শুভশ্রী (Subhashree Ganguly)। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর নাচের রিহার্সাল করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, মিমি চক্রবর্তীর জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’এর সুরে নাচছেন শুভশ্রী (Subhashree Ganguly)। মঞ্চের সামনে মেয়ে ইয়ালিনীকে কোলে নিয়ে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী।
আরো পড়ুন : নায়ক-নায়িকা দুজনেরই দুটো বিয়ে! “শোধবোধ হয়ে গিয়েছে”, ট্রোলের মুখে সিরিয়াল বন্ধের দাবি দর্শকদের
এবারের ফিল্মফেয়ারে দুটি ঘটনাই প্রমাণ করে দিয়েছে পরিস্থিতি আগের থেকে বদলেছে। একসময় দুই নায়িকার সঙ্গেই প্রেম ছিল পরিচালক রাজ চক্রবর্তীর। পরে যদিও শুভশ্রীকেই (Subhashree Ganguly) জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেন তিনি। কিন্তু এক সময় দুই অভিনেত্রীর মধ্যে রসায়ন তেমন ভালো ছিল না। যদিও পরবর্তীতে তা বদলায়। রাজ শুভশ্রীর সন্তানদের জন্যও উপহার পাঠিয়েছেন ‘মাসি’ মিমি।