বাংলাহান্ট ডেস্ক: মহিলা ক্ষমতায়নের প্রচার এখন দিকে দিকে। মেয়েদের নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়া খুব জরুরি। তবেই দূর হবে লিঙ্গবৈষম্য। কিন্তু মেয়েদের স্বাধীন হতে হলে কি পুরুষদের মতোই হতে হবে? প্রশ্ন ছুঁড়ে দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।
বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন শুভশ্রী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রতর পরিচালনায় ‘বৌদি ক্যান্টিন’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেখানেই নারী স্বাধীনতার আসল অর্থ নিয়ে প্রশ্ন তুলেছেন শুভশ্রী। ছবিতে তাঁর চরিত্র, পৌলমী পেশায় একজন স্কুল শিক্ষিকা। তার কথায়, বাঙালি বাড়িতে মেয়ে মানেই টিচার আর ছেলে মানেই সরকারি চাকুরে।
কিন্তু শিক্ষিকার কাজ করলেও পৌলমীর প্যাশন রান্নাবান্না। আধুনিকা নারী হয়েও খুন্তি নাড়তে কোনো লজ্জা নেই তার। বরং কাজটা সে ভালবেসেই করে। স্বামীর টিফিনের খাবার বেশি যায় সহকর্মীদের পেটেই। সকলেই পৌলমীর হাতের গুণের গুণগ্রাহী। সবার ইচ্ছাটা তো আলাদা। আর ইচ্ছার মর্যাদা না দিলে সাফল্যের মজা পাওয়া যায় না বলেই মত পৌলমী ওরফে শুভশ্রীর।
গল্প যত এগোয় ততই পৌলমীর জীবনেও নানা টানাপোড়েন আসতে থাকে। সবশেষে মনের ইচ্ছাকে কি মর্যাদা দিতে পারবে পৌলমী? উত্তর পাওয়া যাবে আগামী দূর্গাপুজোয়। শুভশ্রী পরমব্রত ছাড়াও ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তীও।
https://www.instagram.com/reel/ChwykDDgzVC/?igshid=YmMyMTA2M2Y=
পরপর ছবি মুক্তি পাচ্ছে শুভশ্রীর। মা হওয়ার জন্য কিছুদিনের বিরতি নেওয়ার পর এখন একের পর এক কাজ নিচ্ছেন তিনি। মুক্তি পেয়েছে হাবজি গাবজি, ধর্মযুদ্ধ এবং বিসমিল্লা। পুজোয় মুক্তির অপেক্ষায় বৌদি ক্যান্টিন। এরপর ইন্দুবালা ভাতের হোটেল, ডক্টর বক্সী ছবিতেও দেখা যাবে পরমব্রতকে।