স‍্যান্টাক্লজের সঙ্গে চুটিয়ে নাচ মা-ছেলের, বয়স ভুলে ইউভানের মতো রাইডে চড়লেন শুভশ্রীও

বাংলাহান্ট ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর তার মধ‍্যে ক্রিসমাস (Christmas) অন‍্যতম। ডিসেম্বর মানেই শহর জুড়ে উৎসবের মেজাজ। বড়দিনের আগে আগে ক্রিসমাস ট্রি, রঙবেরঙের আলোর মালায় সেজে ওঠে তিলোত্তমা। এখনো ক্রিসমাসের কিছুটা দেরি থাকলেও অনেক জায়গায় আগাম আমেজ পেতে আয়োজন করা হচ্ছে ক্রিসমাস পার্টির। তেমনি একটি পার্টিতে সম্প্রতি পৌঁছে গিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (Subhashree Ganguly) এবং ইউভান (Yuvaan)।

বছর শেষের মুখে এখন ছুটির মেজাজ সর্বত্র। শুটিংয়ের চাপ কম শুভশ্রীরও। তাই ছেলের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কিছুদিন আগে চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিলেন দুজনে মিলে। আর এবারে মা ছেলে মিলে এক ক্রিসমাস পার্টিতে গিয়ে জমিয়ে হুল্লোড় করলেন।

Subhashree 1 scaled
ক্রিসমাস ট্রি থেকে লাল সাদা পোশাক, দাড়ি খোঁফ ওয়ালা স‍্যান্টাবুড়ো, নানান মজার খেলা, রাইড ছিল সব কিছুই। সাদা টিশার্ট, খাকি প‍্যান্ট আর মাথায় স‍্যান্টা টুপি পরে গোটা পার্টি দাপিয়ে বেড়াতে দেখা গেল ইউভানকে। জিন্স, টপ, জ‍্যাকেটে পাল্লা দিয়ে ছেলেকে সঙ্গ দিলেন মা শুভশ্রীও।

স‍্যান্টাক্লজকে দেখে উচ্ছ্বসিত ছোট্ট ইউভান। মুখ থেকে হাসিই সরে না তার। ছেলেকে আনন্দ করতে দেখে খুশি শুভশ্রীও। স‍্যান্টার থেকে নাচের স্টেপ শিখে নাচলেন তিনিও। এমনকি বয়স, সেলিব্রিটি স্ট‍্যাটাস ভুলে ইউভানের সঙ্গে রাইডেও চড়তে দেখা গেল শুভশ্রীকে।

ব‍্যস্ত শিডিউলের ফাঁকেও ইউভানের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করেন রাজ শুভশ্রী। মাঝে মাঝেই কাজের থেকে ছুটি পেলে টুক করে বেরিয়ে পড়েন ঘুরতে। কখনো দেশের মধ‍্যে, কখনো আবার বিদেশে। ইউভানকে একটা সুন্দর শৈশব উপহার দেওয়ার চেষ্টা করেন রাজ শুভশ্রী দুজনেই।

https://www.instagram.com/reel/CmGRcITpqYV/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, আগামীতে একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে শুভশ্রীর। আসন্ন ডক্টর বক্সী ছবিতে তিনি রয়েছেন মৃণালিনীর ভূমিকায়। পেশায় একজন লেখিকা তাঁর চরিত্রটি। পাশাপাশি ইন্দুবালা ভাতের হোটেল ছবিতেও দেখা যাবে শুভশ্রীকে। প্রস্থেটিক মেকআপের কল‍্যাণে তাঁর বৃদ্ধা লুক ইতিমধ‍্যেই ভাইরাল।

Niranjana Nag

সম্পর্কিত খবর