ডিজের তালে উদ্দাম নাচ, ছুটল মদের ফোয়ারা! জন্মদিনের আগেই চুটিয়ে পার্টি শুভশ্রীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গতকাল গিয়েছে বলিউডের কিং খানের জন্মদিন। আর আজ, ৩ রা নভেম্বর জন্মদিন পালন করছেন টলিউডের কুইন শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly)। ৩১ এ পা দিলেন অভিনেত্রী। ছেলে ইউভানের জন্মদিনের দু মাস পরেই জন্মদিন মায়েরও। ইতিমধ‍্যেই একপ্রস্থ পার্টি সেরে ফেলেছেন শুভশ্রী।

মঙ্গলবার নিজের গোটা টিমের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করেন অভিনেত্রী। ম‍্যানেজার, মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার সকলকে নিয়ে শহরের এক নামজাদা পাবে জন্মদিনের পার্টিতে মেতেছিলেন শুভশ্রী। চলল মদের ফোয়ারা, গানের তালে উদ্দাম নাচ। এক ফাঁকে মাইক হাতে নিয়ে বলিউডের কিং খানের প্রতিও শুভেচ্ছা বার্তা পাঠালেন শুভশ্রী।


এ সমস্ত ভিডিওই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি। অভিনেত্রীর ফ‍্যানপেজে মিলল কেক কাটার ভিডিও। একটি রেড ভেলভেট কেক এবং আরেকটি চকোলেট কেক আনা হয়েছিল। ‘হ‍্যাপি বার্থডে’ গানের সঙ্গে সঙ্গে কেক কাটলেন শুভশ্রী। সোনালি সিল্কের পোশাকে প্রি বার্থডে পার্টিতে মোহময়ী লুকে ধরা দিয়েছেন তিনি।

https://www.instagram.com/tv/CVzHZQSJhuc/?utm_medium=copy_link

৩ রা নভেম্বরের সেলিব্রেশন এখনো জানা না গেলেও সংবাদ মাধ‍্যমকে শুভশ্রী জানান, বাড়িতেই থাকবেন তিনি। তবে রাজ হয়তো সারপ্রাইজ দেবেন তাঁকে। পাশাপাশি শাশুড়ি মায়ের হাতের স্পেশ‍্যাল রান্নার জন‍্যও উত্তেজনা রয়েছে তাঁর। রাজ যদিও ইতিমধ‍্যেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন স্ত্রীকে। মালদ্বীপে দুজনের একটি অদেখা ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা আমার ভালবাসা’। শাশুড়ি মায়ের সঙ্গে শুভশ্রীর একটি আদুরে ছবিও স্থান পেয়েছে রাজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে।

https://www.instagram.com/p/CVzNo7BJALH/?utm_medium=copy_link

পাশাপাশি জন্মদিন উপলক্ষে নিজের আগামী ছবি ‘ডক্টর বক্সী’র প্রথম মোশন পোস্টার শেয়ার করেছেন শুভশ্রী। মা হওয়ার পর এটাই অভিনেত্রীর প্রথম ছবি। চিকিৎসকদের ঈশ্বরের রূপ বলা হয়। অথচ একশ্রেণীর চিকিৎসকেরা শুধুমাত্র রোজগার করার জন‍্য ভুল ভাবে ব‍্যবহার করেন এই পেশাকে। তাঁদের বিরুদ্ধে লড়াইয়ের গল্পই উঠে আসবে এই ছবিতে। পরিচালক সপ্তাশ্ব বসু জানান ‘প্রতিদ্বন্দ্বী’ ছবির সাফল‍্য দেখে অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরি করছেন তিনি।

https://www.instagram.com/p/CVx5jV2BnO5/?utm_medium=copy_link

একজন ট্রাভেল ব্লগারের চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। হেরিটেজ হোটেলে ঘুরতে গিয়ে একটি খুনের ব‍্যাপারে জড়িয়ে পড়েন তিনি। এই ঘটনার সঙ্গে চিকিৎসা সংক্রান্ত কোনো অপরাধ জড়িয়ে আছে কিনা, ডক্টর বক্সী রহস‍্য উদঘাটন করতে পারবেন কিনা তা নিয়েই এই ছবির গল্প।

সম্পর্কিত খবর

X