স্কুলে স‍্যানিটাইজার টানেল বসানোতে তৃণমূলের বাধা, হেনস্থার শিকার শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের বাবা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: স্কুলে স‍্যানিটাইজার টানেল (sanitizer tunnel) বসাতে গিয়ে হেনস্থার শিকার হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (subhashree ganguly) বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ‍্যায়। বর্ধমানের দুটি স্কুলে স‍্যানিটাইজার টানেল বসানো ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইতিমধ‍্যেই রাজ‍্যের শাসক দলের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা নিয়ে অভিযোগ করেছেন অভিনেত্রীর বাবা।

ঘটনাটা ঠিক কী ঘটেছে? প্রায় দু বছর বন্ধ থাকার অবশেষে খুলতে চলেছে স্কুলগুলি। বিদেশে বসবাসকারী দেবপ্রসাদ বাবুর শ‍্যালিকা অনিতা গটকরি তাই দুটি স্কুলে স‍্যানিটাইজার টানেল বসানোর প্রস্তাব দিয়েছিলেন। সেই মতো অনুমতিও জোগাড় করতে শুরু করেছিলেন দেবপ্রসাদ বাবু।


বর্ধমান শহরের ৫ নম্বর ওয়ার্ডের বর্ধমান দুবরাজদীঘি হাইস্কুল ও ৬ নম্বর ওয়ার্ডের রেলওয়ে বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নেন তিনি স‍্যানিটাইজার টানেল বসানোর জন‍্য। তারপর নিজের শ‍্যালিকা এবং আরো কয়েকজনকে নিয়ে উপস্থিত হন স্কুলে।

অভিযোগ উঠেছে, এরপরেই তাঁদের হেনস্থা হতে হয়। তৃণমূলের তরফেই নাকি বাধা বলা হয়, ম‍্যানেজিং কমিটির অনুমতি না নিয়ে ব‍্যক্তিগত নামে স‍্যানিটাইজার টানেল বসানো যাবে না। বিবাদের মধ‍্যে অনেকে লাঠি নিয়েও আক্রমণ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। আহত হয়েছেন চারজন।

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে নির্বাচনে লড়ে ব‍্যারাকপুরের বিধায়ক নির্বাচিত হয়েছেন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। তবে নিজের শ্বশুরের হেনস্থা হওয়ার ঘটনা নিয়ে এখনো মুখ খোলেননি তিনি। কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শুভশ্রীর তরফেও।

X