‘ঝিঙ্কুনাকুর’ নেচে মহানায়ক সম্মান শুভশ্রীর! বাদ গেলেন না অঙ্কুশ-সায়ন্তিকাও, ‘যোগ্য’দের পুরস্কার মমতার

বাংলাহান্ট ডেস্ক: ২৪ জুলাই মৃত্যুবার্ষিকী মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar)। এদিনটাকেই প্রতি বছর নির্বাচন করা হয় রাজ্য সরকারের তরফে মহানায়ক সম্মান (Mahanayak Samman) দেওয়ার জন্য। বিনোদন জগতের শিল্পীদের বেছে নেওয়া হয় তাদের হাতে উত্তম কুমারের নামে নামাঙ্কিত এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। এ বছরেও টলিউডের একগুচ্ছ তারকা পেল মহানায়ক সম্মান। তালিকায় নাম রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক, অঙ্কুশ হাজরার।

মহানায়ক উত্তম কুমারের নামে এই পুরস্কার প্রদানের আয়োজন করা হয় রাজ্য সরকারের তরফে। এর আগে মহানায়ক এবং মহানায়িকা সম্মান পেয়েছেন দেব এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। পুরস্কার উঠেছে নুসরত জাহান, সোহম চক্রবর্তীর হাতে। এবারে কারা কারা পেলেন মহানায়ক সম্মান?

Subhashree ganguly got mahanayak samman

এ বছরে মহানায়ক সম্মান পেয়েছেন কোয়েল মল্লিক, শুভশ্রী, শ্রাবন্তী, অঙ্কুশও। এখন আর অভিনয় না করলেও মহানায়ক সম্মান উঠেছে তৃণমূল ঘনিষ্ঠ সায়ন্তিকার হাতেও। পাশাপাশি এ বছরে বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকারও। রাজ্য সরকারের কোনো পুরস্কার প্রদান মঞ্চে এই দুটি নাম নতুনই বলা চলে। এছাড়াও বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন পরিচালক হরনাথ চক্রবর্তীও।

Subhashree ganguly got mahanayak samman

পুরস্কার প্রাপকদের তালিকা দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে খিল্লি। শ্রাবন্তী, শুভশ্রী কী এমন সিনেমা করেছেন যে মহানায়ক সম্মান দেওয়া হল তাঁদের? প্রশ্ন নেটিজেনদের একাংশের। অনেকে এও প্রশ্ন করেছেন, সায়ন্তিকা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। এখন রাজনৈতিক মঞ্চেই বেশি দেখা যায় তাঁকে। তাহলে তিনি কী হিসেবে মহানায়ক সম্মান পেলেন?

Subhashree ganguly got mahanayak samman

উল্লেখ্য, গত বছর নুসরত জাহানের মহানায়ক সম্মান পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। তাঁর অভিনীত ছবিগুলির নাম নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন, মহানায়ক উত্তম কুমারের নামাঙ্কিত একটি পুরস্কার নেওয়ার মতো যোগ্যতা কি রয়েছে তাঁর? যদিও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সকলকে সম্মান দেওয়া হয়েছে। কাউকেই বাদ দেওয়া হয়নি। যারা যোগ্য সকলকেই মহানায়ক সম্মান দেওয়া হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।


Niranjana Nag

সম্পর্কিত খবর