বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েক আগেও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) অন্য রকম এক লুক দেখেছিলেন সবাই। সাদামাটা শাড়ি, চুড়িদার, হালকা সাজে ধরা দিয়েছিলেন তিনি। ঘেমেনেয়ে হাতে খুন্তি নিয়ে আগুনের আঁচের সামনে দিব্যি রান্না করছিলেন তিনি। ক্যান্টিন খুলেছিলেন শুভশ্রী ‘বৌদি’। সেসবের পাট চুকতে না চুকতেই ফের খুন্তি হাতে ধরলেন তিনি। লক্ষ্য এবার ভাতের হোটেল।
প্রথমে ক্যান্টিন আর এবার ভাতের হোটেল! শুভশ্রী কি অভিনয় ছেড়ে পাকাপাকি ভাবে রাঁধুনির কাজ নিলেন নাকি? উত্তর না, আবার হ্যাঁ ও। আসলে ক্যান্টিনের জন্য যেমন রান্নার অভিনয় করেছিলেন, এবারেও ঠিক সেটাই করতে চলেছেন শুভশ্রী।
কল্লোল লাহিড়ীর অত্যন্ত জনপ্রিয় উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে এবার পর্দায় আনতে চলেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। ওয়েব সিরিজে মুখ্য চরিত্র ইন্দুবালার ভূমিকায় থাকছেন শুভশ্রী। পূর্ববঙ্গের মেয়ে ইন্দুবালা পরে চলে আসেন এপারে। সন্তানদের মুখ চেয়ে ওই সময়ে স্বাবলম্বী হয়েছিলেন তিনি। তাঁর ভাতের হোটেলের সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে।
রন্ধন পটীয়সী ইন্দুবালা হয়ে উঠতে কোনো খামতি রাখছেন না শুভশ্রী। ‘পরিণীতা’র আগে যেমন সোহিনী সেনগুপ্তর কাছে অভিনয়ের মহড়া নিয়েছিলেন, তেমনি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এও যাতে অভিনয়ে কোনো ত্রুটি না থাকে সে জন্য এবারেও সোহিনীই ভরসা শুভশ্রীর।
পরিচালক দেবালয় সংবাদ মাধ্যমকে জানান, ইন্দুবালার ১৬ থেকে ৭৫ বছর বয়স পর্যন্ত দেখানো হবে। ১৬ বছরের ইন্দুবালার চরিত্রে দেখা যাবে পারিজাত চৌধুরীকে। আর শুভশ্রী অভিনয় করবেন ২৫ থেকে ৭৫ বছর বয়স পর্যন্ত।
ওয়েব সিরিজটি হবে আটটি পর্বে। প্রযোজনায় এসভিএফ। এপার বাংলা আর ওপার বাংলা মিলিয়ে হবে সিরিজের শুটিং। বেশিরভাগ অংশের শুটিং হবে কলকাতায়। তারপর বাংলাদেশেও কিছুটা শুটিং হবে বলে খবর।