শুটিংয়ের পরিবেশেই বেড়ে উঠবে ইউভান, ছেলেকে সঙ্গে নিয়েই মা হওয়ার পর প্রথম ছবির কাজ শুরু শুভশ্রীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মা হওয়ার পর প্রথম ছবির শুটিংয়ে নামছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly)। এতদিন টুকটাক ফটোশুট এবং ডান্স বাংলা ডান্সের শুটিং নিয়েই ব‍্যস্ত ছিলেন তিনি। করোনা আবহে সন্তানসম্ভবা, করোনা আবহেই সন্তানের জন্ম সব মিলিয়ে বেশ সাবধানে থাকতে হয়েছিল শুভশ্রীকে। তাও ছেলে ইউভান একটু বড় হতেই রিয়েলিটি শোয়ের শুটিংয়ে যোগ দিয়েছিলেন অভিনেত্রী।

সেখান থেকেই করোনা আক্রান্তও হয়েছেন। সুস্থ হয়ে ফের ছুটেছেন কাজে। বাড়িতে বসে থাকার পাত্রী নন তিনি। আর তাই এবার ইউভানের এক বছর বয়স হতেই নতুন ছবির কাজেও হাত দিলেন শুভশ্রী। পরিচালক সপ্তাশ্ব বসুর ‘ডক্টর বক্সী’ ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। মা হওয়ার পর এটাই অভিনেত্রীর প্রথম ছবির শুটিং।


চিকিৎসকদের ঈশ্বরের রূপ বলা হয়। অথচ একশ্রেণীর চিকিৎসকেরা শুধুমাত্র রোজগার করার জন‍্য ভুল ভাবে ব‍্যবহার করেন এই পেশাকে। তাঁদের বিরুদ্ধে লড়াইয়ের গল্পই উঠে আসবে এই ছবিতে। পরিচালক জানালেন ‘প্রতিদ্বন্দ্বী’ ছবির সাফল‍্য দেখে অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরি করছেন তিনি।

জানা গেল, একজন ট্রাভেল ব্লগারের চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। হেরিটেজ হোটেলে ঘুরতে গিয়ে একটি খুনের ব‍্যাপারে জড়িয়ে পড়েন তিনি। এই ঘটনার সঙ্গে চিকিৎসা সংক্রান্ত কোনো অপরাধ জড়িয়ে আছে কিনা, ডক্টর বক্সী রহস‍্য উদঘাটন করতে পারবেন কিনা তা নিয়েই এই ছবির গল্প। ডক্টর বক্সীর চরিত্রে অভিনয়ের জন‍্য পরমব্রত চট্টোপাধ‍্যায়ের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানান পরিচালক।

শুভশ্রী জানান, পরিণীতার পরে আরো একটি অন‍্য রকম চরিত্র পেলেন তিনি। এই ধরনের চরিত্রে আগে কাজ করেননি তিনি। অভিনেত্রী আরো জানালেন, শুটিংয়ের সময় ইউভানকে সঙ্গেই রাখবেন তিনি। আউটডোর শুট হলেও ছেলেকে নিয়েই যাবেন। শুটিংয়ের পরিবেশেই বড় হোক ইউভান, এমনটাই চান শুভশ্রী।


ছবিতে আরো এক চমক রয়েছে। এই ছবির হাত ধরেই নেগেটিভ চরিত্রে অভিষেক করতে চলেছেন।বনি সেনগুপ্ত। তাঁর চরিত্রটি একজন জেল ফেরত আসামীর। এমন একটি চরিত্র পেয়ে দারুন খুশি বনি। জানালেন, একই রকম রমকম ছবিতে অভিনয় করে করে ক্লান্ত হয়ে পড়েছেন। এই ধরনের একটি চরিত্রে সুযোগ পাওয়ায় বাস্তবিকই উচ্ছ্বসিত অভিনেতা। দর্শকরাও তাঁকে পছন্দ করবেন বলেও আশাবাদী বনি।

পুজোর পরে ছবির শুটিং শুরু হওয়ার কথা। আগামী বছর পয়লা বৈশাখেই মুক্তি পেতে পারে ডক্টর বক্সী। এছাড়াও বড়পর্দায় এখনো দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে শুভশ্রীর। স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় হাবজি গাবজি এবং ধর্মযুদ্ধ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে করোনা আবহে এখনো মুক্তি দেওয়া সম্ভব হয়নি ছবিদুটির।

X