রাজ চক্রবর্তী ‘ভেরি হট’, প্রাক্তন দেবের প্রতি শুভশ্রীর প্রশ্ন, বিয়েটা কবে করছো?

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের জনপ্রিয়তম জুটিগুলির মধ্যে অন্যতম দেব (Dev) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। বহু বছর হয়ে গিয়েছে একসঙ্গে আর কাজ করেন না তাঁরা, তবে সিনেপ্রেমীরা এখনো মিস করেন তাঁদের জুটিকে। সোশ্যাল মিডিয়ায় ফ্যানক্লাবও কম নেই দেব শুভশ্রীর নামে। অনেকে এখনো তাঁদের মুক্তি না পাওয়া ছবি ‘ধূমকেতু’র অপেক্ষায় রয়েছেন।

অনেকেই জানেন, অনেক দিন পর্যন্ত দেব শুভশ্রীর প্রেমের গুঞ্জন চর্চার হট টপিক ছিল ইন্ডাস্ট্রিতে। তাঁদের বিচ্ছেদের পর রুক্মিনী মৈত্রর সঙ্গে সম্পর্কে জড়ান দেব আর বেশ কিছুদিন প্রেমের পর শুভশ্রী বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তীকে। তবে সম্পর্ক ভাঙার পর থেকে সরাসরি একে অপরের ব্যাপারে মন্তব্য করা থেকে বিরতই থাকতে দেখা গিয়েছে দেব শুভশ্রীকে। এমনকি একে অপরের ছবি নিয়েও সাধারণত মন্তব্য করতে শোনা যায় না তাঁদের।

dev subhashree ganguly relationship 08

তবে একবার দেবকে নিয়ে খোলামেলা ভাবে আলোচনা করতে শোনা গিয়েছিল শুভশ্রীকে। জি বাংলার জনপ্রিয় শো ‘অপুর সংসার’এ এসে সহ অভিনেতা অভিনেত্রীদের ব্যাপারে নানান অজানা তথ্য ফাঁস করেছিলেন তিনি। সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় জিজ্ঞাসা করেছিলেন, জিৎ, দেব এবং রাজ চক্রবর্তী এই তিনজনকে প্রশ্ন করতে হলে কী জিজ্ঞাসা করবেন শুভশ্রী?

অভিনেত্রী উত্তর দেন, জিতের কাছে তাঁর প্রশ্ন থাকবে, তাঁকে নিয়ে কোনো গসিপ নেই কেন? রাজ, যিনি বর্তমানে শুভশ্রীর স্বামীও বটে, তাঁর কাছে জিজ্ঞাস্য ছিল, চ্যালেঞ্জ এর পর আট বছর পার করে আবার কাজ কেন তাঁর সঙ্গে? আর দেবের জন্য তিনটি প্রশ্ন ছিল শুভশ্রীর, বয়স কত হল? বিয়ে কবে করছো আর ‘ধূমকেতু’ কবে মুক্তি পাবে?

Subhashree Ganguly Weds Raj Chakraborty

তবে প্রাক্তনের প্রশংসাও করতে ভোলেননি শুভশ্রী। তাঁর মতে, দেবের জন্মই হয়েছে কাজ করার জন্য। খুব খাটতে পারেন তিনি। প্রাক্তনের এই গুণটা ব্যক্তিগত ভাবে তাঁর খুব পছন্দ সেটাও বলেছিলেন শুভশ্রী। অন্যদিকে রাজের ব্যাপারে শুভশ্রীর বক্তব্য ছিল, তিনি ‘ভেরি হট’। তিনি এও জানিয়েছিলেন, রাজের থেকে তাঁর পদবীটাই কেড়ে নিতে চান তিনি। এক রকম ভবিষ্যৎ পরিকল্পনাই বলে গিয়েছিলেন শুভশ্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর