মায়ের সঙ্গে লুকোচুরি খেলায় ব‍্যস্ত ইউভান, দুধের দাঁত দেখিয়ে ‘হাই’ বলল শুভশ্রী-পুত্র, মিষ্টি ভিডিও ভাইরাল

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ার সবথেকে জনপ্রিয় তারকা সন্তান নিঃসন্দেহে ইউভান (yuvaan)। শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly) ও রাজ চক্রবর্তীর আদুরে ছেলে জন্মের পর থেকেই সোশ‍্যাল মিডিয়া সেনসেশন। একরকম নেটিজেনদের চোখের সামনেই বড় হয়ে উঠেছে খুদে। তার কোঁকড়া চুল আর মিষ্টি হাসি দেখলে মেঘলা দিনেও মন ভাল হয়ে যেতে বাধ‍্য।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল সকাল ঝেঁপে ঝেঁপে বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। রাত পোহালেই সরস্বতী পুজো। অথচ বৃষ্টির জেরে প্রস্তুতি মাথায় উঠেছে। এমন মেঘলা দিনে মন কি আর ভাল থাকে? তাই শুভশ্রী পুত্র ইউভানই সবার মন ভাল করে দেওয়ার গুরু দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে।

IMG 20220204 161250
বাইরে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। ছোট্ট শিশুর মনও চার দেওয়ালের বাইরে বেরোনোর জন‍্য আঁকুপাকু করছে। কিন্তু বৃষ্টির মধ‍্যে বেরোনো তো সম্ভব না। তাই মা শুভশ্রীর সঙ্গেই লুকোচুরি খেলায় মেতেছে সে। ছেলের সঙ্গে খুনসুটির একটি ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী। ভিডিও শুরু হতেই ছেলেকে খুঁজছেন তিনি, ‘ইউভান কই, ইউভান কোথায়’ বলে।

ক‍্যামেরা পাশে ঘোরাতেই হাসিমুখে টুকি করে সারপ্রাইজ দেয় ছোট্ট ইউভান। আবার একগাল হেসে ছোট্ট ছোট্ট দুটো দুধের দাঁত দেখিয়ে ‘হাই’ও বলে অনুরাগীদের। ব‍্যস, নিমেষে মন ভাল সব্বার। ভিডিওতে ছোটদের ছড়া উল্লেখ করে শুভশ্রী লিখেছেন, ‘রেইন রেইন গো অ্যাওয়ে, কাম অ্যাগেইন অ্যানাদার ডে। লিটল ইউভান ওয়ান্টস টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে।’

https://www.instagram.com/tv/CZi9AtjJQvZ/?utm_medium=copy_link

এর আগে ইউভানের অভিনয় দক্ষতা দেখিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন শুভশ্রী। খেলায় ব‍্যস্ত ছেলেকে তিনি বলেন, হাসির অভিনয় করে দেখাতে। মায়ের নির্দেশ মেনে একগাল হেসে দেখায় ইউভান। কিন্তু কাকে যে সে নকল করল তা বোঝা গেল না। ছেলের কাণ্ড দেখে হাসতে হাসতে শুভশ্রী জিজ্ঞাসা করেন, “এটা কি হাসির অভিনয় করছো নাকি কান্নার?”

মায়ের কথার অবশ‍্য উত্ত‍র দেয়নি ইউভান। বরং ফের নিজের গাড়ি নিয়ে খেলায় মন দিয়েছে সে।ইউভানের অভিনয়ের ভিডিওটি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘এখনো দেড় বছরও হয়নি ওর’। সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে বুঝিয়েছেন, ছেলে বেশ নাটুকে তৈরি হয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর