মাথায়, দু হাতে ধরা মাটির সরায় আগুন, কালীপুজোয় বাঙালি সংষ্কৃতি উদযাপন করে প্রশংসিত শুভশ্রী

বাংলাহান্ট ডেস্ক: সেলিব্রিটিদের নিয়ে ট্রোল কম হয় না। আবার সময় সময় তাদেরই প্রশংসায় ভরিয়ে দেন নেটনাগরিকরা। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ও (Subhashree Ganguly) বহুবার সমালোচনার মুখে পড়েছেন। কখনো স্বল্প পোশাক পরে, কখনো ছেলেকে ইংরেজি শিখিয়ে ট্রোলড হয়েছেন নায়িকা। কিন্তু কালীপুজোর রাতে শুভশ্রীই নিন্দুকদের বাধ‍্য করলেন তাঁকে বাহবা দিতে।

কালীপুজো উপলক্ষে বর্ধমানে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁর বাপের বাড়িতে ধুমধাম করে কালীপুজো হয়। এ বছর বাপের বাড়ির পুজোতেই সামিল হয়েছিলেন শুভশ্রী। আর শুধু সামিলই হননি, রীতিমতো নিয়ম, রীতি মনে ভক্তিভরে আরাধনা করেছেন মায়ের। সেই নিয়ম আচারের একটি অংশ ভিডিও আকারে তুলে ধরেছেন শুভশ্রী।

Subhashree 2 scaled
এদিন লাল পাড় সাদা শাড়ি, সোনার গয়নায় সেজে পুজোয় অংশ নিয়েছিলেন শুভশ্রী। খোপায় জড়িয়েছিলেন জুঁইয়ের মালা। ভিডিওতে দেখা যাচ্ছে, মা কালীর সামনে মাটিতে বসেছেন তিনি। পুরোহিত একে একে অভিনেত্রীর দুই হাতে এবং মাথায় গামছা পেতে তার উপরে মাটির সরা বসিয়ে দিলেন। ধুনো দিয়ে জ্বালিয়ে দেওয়া হল আগুন।

ভিডিওর ক‍্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘রীতি। শুভ কালীপুজো’। অভিনেত্রীকে স্নিগ্ধ সাজে দেখে মুগ্ধ অনুরাগীরা। কেউ দিলেন লক্ষ্মীর তকমা, আবার কেউ লিখলেন, যে রাঁধে সে চুলও বাঁধে, এটাই প্রমাণ করছেন শুভশ্রী। বাঙালির রীতি, নিয়ম, সংষ্কৃতি বজায় রাখার জন‍্যও অভিনেত্রীর ভূয়সী প্রশংসা করেছেন সকলে।

https://www.instagram.com/reel/CkGrAaEsnoe/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, কিছুদিন আগে দূর্গাপুজোর বিজয়া দশমীতেও বর্ধমানে হাজির হয়েছিলেন শুভশ্রী। সেখানে দিদি এবং পরিবারের সদস‍্যদের সঙ্গে মিলে মাকে বরণ করে সিঁদুর খেলতে দেখা গিয়েছিল তাঁকে। ছোট্ট ইউভান ঢাকও বাজিয়েছিল। উল্লেখ‍্য, এই প্রথম বার বর্ধমানের বাড়ির কালীপুজোয় যোগ দিল ইউভান।

প্রসঙ্গত, আগামীতে বেশ কয়েকটি ছবিতে দেখা যাবে শুভশ্রীকে। ইন্দুবালা ভাতের হোটেল এবং ডক্টর বক্সী ছবিদুটি রয়েছে তাঁর ঝুলিতে। পাশাপাশি মেঘ পিওন নামে একটি ছবিতেও দেখা যাবে শুভশ্রীকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর