আগুনের সামনেই যেতে দেন না শাশুড়িমা, এখন গরমের মধ‍্যেই খুন্তি নাড়ছেন ‘বৌদি’ শুভশ্রী

বাংলাহান্ট ডেস্ক: নয় নয় তো করে অনেকগুলো বছরই টলিউডে কাটিয়ে ফেললেন শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় Subhashree Ganguly)। চ‍্যালেঞ্জ, পরাণ যায় জ্বলিয়া রে, খোকাবাবু, বস এর মতো ছবি দিয়ে দর্শকদের কাছে জনপ্রিয় নাম হয়ে উঠেছেন শুভশ্রী। যদিও গত কয়েক বছর ধরে বেশ অন‍্য ধারার, অন‍্য রকমের চরিত্র বাছছেন অভিনেত্রী‌। এই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন ‘বৌদি ক‍্যান্টিন’।

পরমব্রত চট্টোপাধ‍্যায়ের ছবিতে বৌদি রূপে দেখা যাবে শুভশ্রীকে। পৌলমী চরিত্রটিও বেশ অন‍্য ধারার। যদিও শুভশ্রীর বক্তব‍্য, সব ছবিই তাঁর কাছে বাণিজ‍্যিক। দর্শকরা দেখতে যান বলেই ব‍্যবসা হয়। এখন ভিন্ন ধরনের চরিত্র পাচ্ছেন বলে খুশি শুভশ্রী। তবে যদি তেমন ভাল চিত্রনাট‍্য পান তবে মূলধারার ছবিতেও ফিরবেন তিনি।

IMG 20220427 200519
বৌদি ক‍্যান্টিন ছবির অনুপ্রেরণা ব্রিটিশ ভারতীয় শেফ আসমা খান। লন্ডনে একাধিক রেস্তোরাঁর মালকিন এখন তিনি। ছবির পৌলমী হয়ে ওঠার জন‍্য হাতা খুন্তি ধরতে হয়েছে শুভশ্রীকেও। বিয়ের আগে টুকটাক রান্নবান্না করতেন তিনি। কিন্তু বিয়ের পর কুটোটিও নেড়ে আলাদা করতে হয় না অভিনেত্রীকে।

স্বামী রাজ, শাশুড়ি মা কেউই নাকি তাঁকে আগুনের আঁচেথ সামনে যেতে দেন না। শুধু রাজ বা ইউভানের জন্মদিনে পায়েসটুকু রাঁধেন তিনি। তাই অভ‍্যাস হারিয়ে গিয়েছে। এখন অবশ‍্য গরমের মধ‍্যেই আগুনের সামনে দাঁড়িয়ে রাঁধতে হচ্ছে শুভশ্রীকে‌। তবে বেশ মজাই পাচ্ছেন তিনি। ইতিমধ‍্যে বেশ কিছু নতুন রান্নাও শিখে গিয়েছেন শুভশ্রী।

সোশ‍্যাল মিডিয়ায় পৌলমী চরিত্রটির প্রথম লুক প্রকাশ‍্যে এনেছেন শুভশ্রী। কখনো তিনি হালকা সবুজ তাঁতের শাড়ি, গোলাপি স্লিভলেস ব্লাউজে ছিমছাম অথচ মোহময়ী। আবার কখনো হালকা হলুদ আর সাদা সালোয়ার কামিজে, হাতে বড়সড় খুন্তি।

https://www.instagram.com/p/Cc1zvY5pqEk/?igshid=YmMyMTA2M2Y=

 

আগামীতে বৌদি ক‍্যান্টিন ছাড়াও একগুচ্ছ ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে শুভশ্রীর। ‘ধর্মযুদ্ধ’, ‘হাবজি গাবজি’, ‘বিসমিল্লা’, ‘পাখি’, ‘ধূমকেতু’র মতো ছবি রয়েছে তাঁর হাতে। এর মধ‍্যে বেশ কিছু ছবি চলতি বছরেই মুক্তি পেতে চলেছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর