Subhashree Ganguly: অশান্ত সময়ের মাঝেই বিরাট চমক, মেয়ে কোলে প্রকাশ্যে শুভশ্রী, কার মতো দেখতে হল ইয়ালিনীকে?

বাংলাহান্ট ডেস্ক : ট্রোলিং নিয়েই ওঠাবসা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly)। টলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়েও পান থেকে চুন খসতে সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এমনকি সন্তানদের নিয়েও কটাক্ষ শোনেন শুভশ্রী (Subhashree Ganguly)। ইউভান এবং ইয়ালিনী দুই সন্তানকে নিয়ে ভরা সংসার অভিনেত্রীর। প্রথম সন্তান ইউভানকে জন্মের পরেই সামনে এনেছিলেন রাজ শুভশ্রী। কার্যত নেটিজেনদের চোখের সামনে বড় হয়ে উঠেছে সে। কিন্তু ইয়ালিনীর ক্ষেত্রে তেমনটা হয়নি। জন্মের পর কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো মেয়ের মুখ দেখাননি তারকা দম্পতি। এর জন্য ট্রোলের মুখেও পড়তে হয়েছে শুভশ্রীকে (Subhashree Ganguly)।

মেয়ের ছবি শেয়ার করলেন শুভশ্রী (Subhashree Ganguly)

বলিউডি কায়দায় মেয়েকে সামনে না আনার সিদ্ধান্ত নিয়েছেন শুভশ্রী (Subhashree Ganguly), এমনি কটাক্ষ উড়ে এসেছে কয়েকবার। আবার এমন প্রশ্নও উঠেছে, মেয়ে বলেই কি একটু বেশি আগলে রাখছেন ইয়ালিনীকে? এমন নয় যে মেয়ের ঝলকও দেখাননি শুভশ্রী (Subhashree Ganguly)। কখনো দাদা ইউভানের সঙ্গে খেলার ফাঁকে, কখনো মায়ের সঙ্গে খুনসুটির সময়ে ইয়ালিনীকে ক্যামেরাবন্দি করেছেন তিনি। তবে মেয়ের মুখ প্রকাশ করেননি। অবশেষে এই অশান্ত সময়েই মেয়েকে নিয়ে সামনে আসার সিদ্ধান্ত নিলেন শুভশ্রী।

আরো পড়ুন : Amitabh Bachchan: মিথ্যে বলে দিনের পর দিন ঠকিয়েছেন নিজের পরিবারকে, এই বয়সে এসে স্বীকারোক্তি অমিতাভের

ইয়ালিনীর সঙ্গে ফটোশুট শুভশ্রীর

ইয়ালিনীর সঙ্গে ফটোশুট করেছেন শুভশ্রী (Subhashree Ganguly)। তার মধ্যে থেকেই একটি ছবি শেয়ার করেছেন টলিউডের হট মাম্মা। শুভশ্রীর পরনে ওয়ান শোল্ডার কালো গাউন, খোলা চুল। ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি। তাঁর কোলে ইয়ালিনী। এখানেও অবশ্য খুদের মুখ দেখাননি অভিনেত্রী। তবে মায়ের সঙ্গে ম্যাচিং করে ইয়ালিনীও পরেছে কালো বেবি স্যুট। ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘হাই’, যেন ইয়ালিনীই সকলের সঙ্গে পরিচয় করছে।

আরো পড়ুন : Tonni Laha Roy: মায়ের মৃত্যুই বেঁধে দিল বন্ধন, পরস্পরকে আঁকড়ে নতুন পথচলা শুরু রাজদীপ-তন্বীর

কী প্রতিক্রিয়া নেটিজেনদের

ছবিটি শেয়ার করতেই কমেন্টে নেটিজেনদের ভালোবাসা উপচে পড়েছে। একজন লিখেছেন, ‘পুরো পুতুল’। আরেকজনের মতে, ইয়ালিনীকে নাকি হুবহু দাদা ইউভানের মতোই দেখতে হয়েছে। বরখা সেনগুপ্ত শুভশ্রীর উদ্দেশে লিখেছেন, ‘তুমি কি হট!’। কমেন্ট করেছেন পার্নো মিত্র, দেবলীনা কুমার, সুদীপা চট্টোপাধ্যায়রাও।

Subhashree Ganguly

গত বছরের শেষের দিকে ইয়ালিনীর জন্ম দেন শুভশ্রী। প্রথম বার ছেলের পর মেয়েই চেয়েছিলেন তিনি। ইউভানের জন্মের প্রায় ৩ বছর পর দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে আনেন রাজ শুভশ্রী। ইউভানের মতো ইয়ালিনীর জন্মের পরেও বিরতি নিতে দেখা যায়নি শুভশ্রীকে। ডেলিভারির পরেই তিনি শুট করেছিলেন ‘বাবলি’। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবিটি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর